স্বপনের সমাধি খোঁড়া এ জীবন ... মনের গোপন ঘরে যে শ্বাপদ ঘর করে তাকেই লালন করে চলা এ জীবন!
ক'দিন খুব ব্যস্ত ছিলাম, ব্লগে সময় দেওয়া হয়নি। আগের বই গুলোতে আপনাদের আগ্রহ আমাদের উৎসাহিত করেছে; সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজ পোষ্ট করছি আমার পোলা’কে weather এর English শিখানোর বইটি। আপনার বাসার শিশুটিরও ভাল লাগতে পারে।
আচ্ছা কথা না বাড়িয়ে বরং বইটি দেখাই ...
বিঃদ্রঃ বইগুলির কোন মুল্য থাকুক আর নাই থাকুক এগুলো আমাদের শ্রম আর মমতার ফসল – এগুলো যে কেও তার পরিবারের বাচ্চাদের ব্যবহারের জন্য চাইলে most welcome; কিন্তু ব্যবসাহিক উদ্দেশ্যে ছাপাতে বা স্কুলে পড়াতে গেলে অবশ্যই অনুমতি নিতে হবে।
সব শিশুদের জন্য শুভ কামনা !!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।