আমাদের কথা খুঁজে নিন

   

মুরসির বিচার মুলতবি

সোমবার কায়রো আদালতে মুরসির বিচারের শুনানি শুরুর দুঘণ্টা পরই তা মুলতবি করা হয়।
রাষ্ট্রীয় নাইল টিভি চ্যানেল জানিয়েছে, মুরসি তার বিচার কাজকে অবৈধ দাবি করে জেলের পোশাক পরতে অস্বীকৃতি জানানোর কারণে বিচারক শুনানি বন্ধের নির্দেশ দেন।
তবে আরেকটি রাষ্ট্রীয় টিভি চ্যানেল ও বেতার জানিয়েছে, মুরসি ও অভিযুক্ত অন্যান্যরা সামরিক শাসনের পতনের দাবিতে স্লোগান দিয়ে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করায় তা মুলতবি করা হয়।
মুরসির সঙ্গে মুসলিম ব্রাদারহুডের ১৪ জন সদস্যকেও বিচারের মুখোমুখি করা হয়েছে। তাদের বিরুদ্ধে গত বছর ডিসেম্বরে প্রেসিডেন্ট ভবনের বাইরে সহিংসতা ও বিক্ষোভকারী হত্যা উস্কে দেয়ার অভিযোগ আছে।


বিচার মুলতবি হওয়ার পর সোমবারই আবার তা শুরু হওয়ার কথা থাকলেও আদালত কয়েক ঘন্টা পর বিচারকাজ ২০১৪ সালের ৮ জানুয়ারি পর্যন্ত পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়।
অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থন এবং মামলার নথিপত্রগুলো খতিয়ে দেখার জন্য এ বাড়তি সময়ের প্রয়োজন পড়বে।
সোমবার বিচার শুরুর সময় মুরসিকে গোপন স্থান থেকে আদালতকক্ষে নেয়া হয়।
৪ মাস ধরে মুরসি গোপন কোনো জায়গায় আটক ছিলেন। ৩ জুলাইয়ে সেনাবাহিনীর হাতে ক্ষমতাচ্যুত হওয়ার পর এদিনই তাকে প্রথম জনসম্মুখে আনা হয়।


কিন্তু বিচার শুরুর আগে মিশরের সেনা সমর্থিত অন্তর্বর্তী সরকার তার বিচার আদালতের স্থান পরিবর্তন করে। সহিংসতা ও রক্তপাতের আশঙ্কায় এ ব্যবস্থা নেয়া হয় বলে জানায় কর্তৃপক্ষ।
পরে কায়রোর একটি পুলিশ একাডেমি'র ভেতর মুরসি মামলার শুনানি হয়। অভিযোগ প্রমাণিত হলে মুরসির মৃত্যুদণ্ডও হতে পারে।
মিশরে স্বৈরশাসক হোসনি মুবারক ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটির ইতিহাসে প্রথম অবাধ গণতান্ত্রিক প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছিলেন ব্রাদারহুড প্রার্থী মুরসি।


প্রেসিডেন্ট হিসেবে তার এক বছরের ক্ষমতাকালে মিশরে অনুষ্ঠিত সব পর্যায়ের নির্বাচনে জয়ী হয়েছিল মুসলিম ব্রাদারহুড প্রার্থীরা।
কিন্তু প্রেসিডেন্ট হিসেবে বছর পার করার আগেই তার বিরুদ্ধে ক্ষমতা কুক্ষিগত করার, ব্রাদারহুডের সংকীর্ণ ধর্মীয় দৃষ্টিভঙ্গি রাষ্ট্রের ওপর চাপিয়ে দেয়ার ও অর্থনৈতিক অব্যবস্থাপনার অভিযোগ ওঠে। তবে সব অভিযোগ মুরসি অস্বীকার করেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.