মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ও মুসলিম ব্রাদারহুডের অন্য ঊর্ধ্বতন নেতাদের বিচার আগামী ৪ নভেম্বর শুরু হচ্ছে। দেশটির একটি আদালত আজ বুধবার এই তারিখ ধার্য করেন। মুরসি ও তাঁর সহযোগী নেতাদের বিরুদ্ধে সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মামলার বিচারক নাবিল সালেব বলেন, মুরসি ও মুসলিম ব্রাদারহুডের সদস্যদের বিরুদ্ধে ‘এতিহাদিয়া (রাষ্ট্রপতি) ভবনের সামনে বিদ্রোহীদের হত্যা এবং তাঁদের ওপর নির্যাতন চালানোয় উসকানি দেওয়ার’ অভিযোগ আনা হয়েছে।
গত বছর কায়রোতে রাষ্ট্রপতির ভবনের সামনে মুসলিম ব্রাদারহুডের সমর্থক ও সরকারবিরোধীদের সংঘর্ষে কমপক্ষে সাত ব্যক্তি নিহত হয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে এই অভিযোগ করা হয়।
গত জুলাই মাসে পদচ্যুত হওয়ার পরপরই কায়রোর একটি গোপন স্থান থেকে মুরসিকে গ্রেপ্তার করা হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।