আমাদের কথা খুঁজে নিন

   

ডিএসইতে সোয়া ২ বছরে সবচেয়ে কম লেনদেন হল আজ



লেনদেনে খরা চলছে ঢাকার পুঁজিবাজারে। বুধবারের লেনদেনের পরিমাণ ছিলো গত সোয়া দুই বছরে সবচেয়ে কম। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ৩০৭ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। মঙ্গলবার মোট লেনদেনের পরিমাণ ছিলো ৩৮২ কোটি ৩৬ লাখ টাকা। গত ৭ দিনে শুধু ৫ মে-ই লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়িয়েছিলো।

এর আগে একদিনে সর্বনিম্ন লেনদেনের পরিমাণ ছিলো ৩০২ কোটি টাকা, যা হয়েছিলো ২০০৯ সালের ১৯ ফেব্র"য়ারি। এ বছরের ২০ জানুয়ারি লেনদেনের পরিমাণ ৬৮ কোটি টাকা হলেও সেদিন পুরোদিন বাজার সচল ছিলো না। আগের দিনের ধারায় বুধবার সকাল থেকেই দরপতন চলে ডিএসইতে। দিন শেষে সাধারণ সূচক দাঁড়িয়েছে ৫৪৮২ পয়েন্ট, যা দিনের শুরুর চেয়ে ৩৬ পয়েন্ট বা ০ দশমিক ৬৭ শতাংশ কম। মঙ্গলবার সূচক কমেছিলো ১১৮ পয়েন্ট।

লেনদেন হওয়া ১২৪টি কোম্পানির শেয়ারের দাম কমেছে, বেড়েছে ১১২টির। ৮টির দাম ছিলো অপরিবর্তিত।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।