আমাদের কথা খুঁজে নিন

   

খসড়া( উপন্যাস ) খন্ড -২


খসড়া( উপন্যাস ) খন্ড -১ তনয়ের চিঠিটা ছিলো এরকম- "প্রিয় সুমনা- জানো আমি অনেক কষ্টে এই চিঠিটা লিখে শেষ করেছি-আসলে এটা একটা প্রেম নিবেদন মুলক চিঠি বলতে পারো তুমি-যাতে আছে ৫ টা কবিতা এবং অনেক অনেক ফুলের সুভাস। আমি কি বলতে চাইছি তুমি নিশ্চয় এতক্ষণে বুঝে গেছ। আমি যেটা বলতে চাইছি সেটা হল- ......................... আমি তোমাকে ভালবেসে ফেলেছি-............................ জানি আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি-কিন্তু তোমাকে ভালবাসার আগে তোমার অনুমতি নেয়া দরকার ছিলো-কিন্তু আমি সেটা না নিয়েই হটাৎ তোমার প্রেমে পড়ে গেলাম-জানো আমি কখন তোমার প্রেমে পড়েছি? সেই যে কলেজের প্রথম দিনের কথা তোমার মনে আছে? তুমি যে আমাকে এই ছেলে বলে সম্মোধন করে বলেছিলে? বলেছিলে-"এই ছেলে কি নাম তোমার?" আমি অনেকক্ষন কোন কথা বলতে পারিনাই-অনেক গুলো স্থবির মিনিট পর আমি বলেছিলাম আমার নাম তরুন- তুমি মুচকি হেসেছিলে হটাৎ করে-আমি তোমার সুন্দর সেই হাসিটার দিকে তাকিয়ে হটাৎ কেবলা হয়ে গিয়েছিলাম-মনে আছে? তোমাকে আমার কেন মনে ধরেছিলো জানো? তোমার ডান গালের সেই কালো তিলটার কারনে আমি তোমার মাঝে ডুবে গিয়েছিলাম সেদিন-তুমি বুঝেছিলে কিনা জানিনা। জানো আমি তোমার জন্য কবিটা লেখা শিখেছি-আপাতত আমার লেখা প্রথম কবিতাটা তোমাকে লিখে দেখাতে পারছিনা-কারণ পুরাই অখাদ্য হয়েছে-এখন যেটা লিখছি সেটা যে খুব একটা খাদ্য হয়েছে সেটা ও বলা যাবে না-তবে এটা প্রেমের কবিতা নিশ্চিত- কবিতাটা বলি- সুন্দর তুমি তোমার ঐ চোখের মাঝে কি যাদু আছে? শুধু কাছে টানে আমায় ঐ ঠোটের মাঝে যেন একাদশীর চাঁদ শুধু ভালবাসতে চাই তোমার হাতে রিনিঝিনি চুড়ি ভালবাসতে শেখায় আমায় ঐ দীঘল কালো চুলে আমি শুধুই হারিয়ে যাই তোমার পাগলপারা হাসির ছোঁয়ায় আমি হারিয়ে যাই ঐ রিনিঝিনি স্বরে আমি নিজেকে হারাই।। দেখেছ কি লিখলাম? কিছুই হয়নাই-আমি আসলে নতুন কবিতা লেখা শিখছি তো তাই-বুঝলে?.................................... ............................................................................................................................................................................................................ ইতি তোমার তনয়। চিঠিটা সতেরতম বারের মত পড়ে কোন বানান ভুল আছে কিনা দেখে নিয়ে বুকে সাহস নিয়ে অপেক্ষা করতে লাগলো তনয়-বুকের ভেতর এরমাঝেই ধুপধুপ শব্দ শুরু হয়ে গেছে-তনয় ভয় পাচ্ছে সেটা ড্যাম স্যার শুনে ফেলবে নাতো?শুনেও ফেলতে পারে-ঘন্টা পড়তে মাত্র তিন মিনিট বাকি-আর সেটা চিন্তা করতে করতেই ঘন্টা বেজে উঠল। ..............(চলমান)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।