আমাদের কথা খুঁজে নিন

   

উপন্যাসের(?) খসড়া-২

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

ফারাহর বড় ভাই মুজিব মাহমুদ। মফস্বল শহরের নামকরা ব্যবসায়ী। শখের বশে কবিতা লেখেন। আঞ্চলিক পত্র-পত্রিকা ও লিটল ম্যাগাজিনে কবিতা প্রকাশিত হয় তাঁর। আমার সাথে তাঁর বন্ধুত্ব কবিতার সূত্রে।

তাছাড়া সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের একসাথে জড়িত আছি আমরা। বয়সে বড় হলেও অন্তরের দূরত্ব একেবারেই কম। দু’জনেই কবি জীবনানন্দের ভক্ত আবার। একবার তো আমার এক কবিতা পড়ে বলেই ফেললেন- কী মামু, কবিতায় অবয়বে জীবনবাবু ফিরে ফিরে আসে কেন ? ফারাহর সাথে দেখা হবার পর আমি কবি মুজিব মাহমুদ-এর আরও ভক্ত হয়ে যাই। উদ্দেশ্য একটাই ফারাহর সাথে দেখা করা।

আর তা হতে পারে একমাত্র মুজিব মাহমুদের কল্যাণেই। আমি মুজিব মাহমুদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে যাই। তাঁর মন জোগানোর চেষ্টা করি। তাঁর কবিতা আবৃত্তি করে স্তাবক ছুড়ে দেই বারবার। মানে অকারণে তাঁর কবিতার স্তুুতি করি আমি।

মুজিব মাহমুদও সরল প্রাণ। আমার স্তুতিতে গলে যান। মনে মনে আমি ফাঁক খুঁজি ফারাহদের বাড়ীতে যাবার। অবশেষে মিলে যায় দিন- সেই মধুক্ষণ। সারাহ-ফারাহর দর্শন মিলবে আমার।

প্লান-প্রোগ্রাম সব ঠিক। আগামী শুক্রবার শুনবো সারাহ- ফারাহর গান এবং আর খাবো যে চা-পান! শুক্রবার আমার ছুটির দিন, ক্লাস বন্ধ। সকাল থেকেই শুরু হয়ে যায় আমার প্রস্তুতি। প্রথমে ক্লিনসেভ তারপর কোল্ড সাওয়ার। অন্যান্য দিনের চেয়ে একটু বেশী সময় নিয়েই গোসল করি।

চুলে শ্যাম্পু, গায়ে সুগন্ধি সাবান মাখি। ইস্ত্রি করা কাপড়-চোপড় আগেই রেডি ছিলো। তাড়াতাড়ি নাস্তা খেয়ে সকাল ৯টার মধ্যেই বেরিয়ে পড়ি। গন্তব্য কলেজ রোড-রেল লাইন পাড়। প্রাণে আমার দারুণ ফুর্তি আজ।

অতিরিক্ত রিক্সা ভাড়া কোন সমস্যা নয়। কারণ আমি শুনতে যাচ্ছি সারাহ-ফারাহর গান। সেই সাথে প্রাণভরে দেখবো ফারাহর রূপ, ডাগর ডাগর চোখ। আমি যাচ্ছি বাগমারা থেকে কলেজ রোড। পরিপাটি পোশাকে, সতেজ ফুরফুরে মনে।

আমার একমাত্র সঙ্গী রিক্সাওয়ালা। চারদিকে বিনা কারণে তাকাই। দালানঘাট দেখি, খেলার মাঠ দেখি, গাছপালা দেখি। মফস্বল এ শহরটাকে কেন জানি বেশি সুন্দর লাগছে আজ। অন্যদিন ড্রেনের ময়লা গন্ধ, রাস্তায় মানুষের জট যে বিরক্তির উদ্রেক করতো আজ তা নেই।

আর হবেই বা কেন? কোনোদিকেই খেয়াল নেই আমার। প্রাণে আমার এক দারুণ উচ্ছাস। মনে মনে গেয়ে যাচ্ছি গান- আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।