আমাদের কথা খুঁজে নিন

   

খসড়া প্রেম

কোন দাবি নেই,প্রথাগত কুকুরের মতো করি না ঘেউ ঘেউ আকাশের দিকে তাকিয়ে দেখি না স্বর্গের অপ্সরাদের ছলাকলা মাটিতে দাঁড়িয়ে আছে কিনা কোন কোঠা ও দালান দেখতে যাই না কে বানিয়েছে অস্পৃশ্য অলৌকিক যান। বুঝাতে যাই না যা কিছু বলি তার কোন অর্থ আছে কিনা কবিতা লিখেই দৌঁড়ে যাই না রমণীদের অনুসরণ করে। সাপের মতো মেরুদন্ডহীন কিন্তু বিষধর হতে হতে কারো মসৃণ গায়ের উপর মসৃণ কখনো লেপ্টে যাই না। তবুও দেখো,বারবার জেগে উঠে অকৃত্রিম ফণা আমার ছোবলে ক্ষতবিক্ষত করি মাটি;পিষে ফেলি ভোরের নির্মম স্নিগ্ধ ফুল।হঠাৎ জলের ভেতর থেকে বেড়িয়ে আসে কারো শরীর আবার;এবং,দূলে উঠে খুব দূরের এক স্মৃতির পাহাড়ঃ কৈশোরেই দেখেছি,জানো তুমি!- আচমকা সোনালী শরীর তার। এসবই খসড়া;খসড়া প্রেম ছাড়া জোটেনি কিছুই গাধার কানের মতো খসড়া জীবন পড়ে রয়,পড়ে রয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।