.... যদি হয়, হবে একা একা ...
রক্তাক্ত প্রান্তর
------------
কী সুন্দর লাগছে তোমাকে, প্রিয়তমা! এই ছদ্মবেশ, যেন এক দিগ্বিজয়ী সিপাহশালার! তোমার লাফিয়ে ওঠা ঘোড়া ও হাতের মসৃন ধারালো তরবারি এতো কাঙ্খিত, যেন অসহ্য জ্যোৎস্নার! তোমার এই ছদ্মবেশ কিছুতেই আড়াল করে দাঁড়াতে পারেনি, আমার জন্য দৃষ্টির বিদ্যুৎ-ভরা তোমার অবশিষ্ট প্রেম। শত্রু-শিবির থেকে ধেয়ে আসা তোমার সেই হুংকারের সামনে, আজ ইচ্ছে করে, স্বেচ্ছায় এগিয়ে ধরি শির, পেতে দিই আমার কণ্ঠনালী; লহমায় শিরোশ্ছেদে তুমি জিতে নাও যুদ্ধের লক্ষবস্তুগুলি, বিজয়ের সমূহ-বাসনা। তোমার যুদ্ধংদেহী ক্রমধাবমান নিষ্ঠুরতার দিকেই আমার এই প্রার্থিত মুহূর্তগুলি; অধীর প্রতীক্ষারত। আর বিলম্ব নয়, এসো তুমি! আরও একবার আমাদের দেখা হোক রক্তাক্ত প্রান্তরে ! আরও একবার কোনও ইব্রাহিম কাদ্রী, সীমাহীন রক্তের ঢেউয়ের অতলে তলিয়ে যেতে যেতে, তবু শেষবার দেখো নিক, প্রিয়তমা নারীটির মুখ!
[ ...আর, সব কিছু স্তব্ধ হয়ে যাবার ঠিক পূর্বমুহূর্তেই, সেই রক্তনদীতে টুপ ক'রে খ'সে পড়ুক তোমার দু'চোখের দুটি তরল মুক্তাবিন্দু... (যদি পড়ে)... সেই দৃশ্য, যেন শুধু দর্শকেরই উপভোগ্য আনন্দ বাড়ায়! ]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।