পরেই বলবো না হয়
তুমি কি জানো, তুমি একজন খুনী,
মানে.... তুমি একজন নির্বীকার খুনী।
খুন করবে,
তারপর বাড়ি ফিরে,
রক্তাক্ত জামাকাপড় ছেড়ে, হাত পা ধুয়ে,
বিছানায় চলে যাবে।
তারপর, নিশ্চিন্তে বিছানায় শুয়ে নিঃশ্ছিদ্র ঘুম।
সকালে, ঘুম থেকে উঠে....
সব কিছু আবার আগের মতন,
যেন কিছুই হয়নি।
তুমি একদম এরকমই।
আমি কি ঠিকই এরকম ছিলাম?
আমার হাতে কি ছিল কারো রক্তাক্ত হৃদয়?
আমি কি ঠিকই কারো রক্তাক্ত হৃদয় নিয়ে খেলেছি কানামাছি ভোঁ ভোঁ
না হলে কেন আমার রক্তাক্ত হৃদয় আজ তোমার পদতলে দলিত?
কেন আজ আর এত কষ্ট পাবো আমি?
আর কত কষ্ট পেলে তুমি শান্ত হবে?
আর কত কষ্ট পেলে তোমরা শান্ত হবে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।