আমাদের কথা খুঁজে নিন

   

রক্তাক্ত গোলাপ



শাহবাগের মোড় অথবা টিএসসি সিগ্যানালে দাঁড়ানো গাড়িতে অথবা ঘেঁসাঘেঁসি করে বসা প্রেমিক যুগলের পাশে রমনার কিশোরী এসে বলতো, ন্যান না স্যার তাজা লাল গোলাপ ন্যান না ভাইয়া আপার জন্য কয়টা গোলাপ পিচ পাচ টাকা। কখনও কোন স্যার অথবা ভাইয়া কৃপা অথবা বিরক্তিতে নিত হয়তো একটি দুটো এভাবেই চলতো ফুল কিশোরী। দিন শেষে হয়তো এক মুঠ গোলাপই বিকোতো পাঁচ টাকায়। রাত হলে ফুটপাথ, আবার ফুল হাতে সকাল আবার শাহবাগ মোড় ,টিএসসি ফুল হাতে সেই ফুল কিশোরী। দিন হতে রাত,রাত হতে দিন এভাবেই ফুল কিশোরী আজ ফুল বালিকা। গোলাপের মত সেও আজ সুরভি ছড়ায় পিছু নেয় ভ্রোমর, তার পর একদিন.... ফুটপাথ ছেড়ে নমর বিছানায় ফুল বালিকার হাতে আজ নয় কোন গোলাপ সে নিজেই আজ এক রক্তাক্ত তাজা গোলাপ। ২৯ পৌষ ১৪১৭

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।