আমাদের কথা খুঁজে নিন

   

রক্তাক্ত ফেব্রুয়ারী

আমি খুব সাধারন .......

ফেব্রুয়ারী,
তোমার গায়ে এত দাগ কিসের?
লাল টকটকে নোনতা ঘ্রাণের
হায় এতো রক্তের ।

৫২ থেকে ২০১৩
সময় গড়ালেও বদলাওনি তুমি
লাল টকটকে নোনতা ঘ্রাণের
তোমার ইতিহাস, সে যে রক্তের।

ফেব্রুয়ারী
সেদিনও বুঝেনি-আজো বুঝছেনা
কোন কালে বুঝেনি তারা।
লাল টকটকে নোনতা ঘ্রাণের
জুলুম শাহীর ইতিহাস বরাবরই রক্তের।

ভাষা থেকে সু-বিচার
প্রসঙ্গ বদলালেও,প্রতিবাদ বদলায়নি
বদলায়নি নিয়ম কন্ঠরোধের।
লাল টকটকে নোনতা ঘ্রাণের
প্রতিবাদের ভাষা সব কালে রক্তের।

ফেব্রুয়ারী
সেদিন তোমার ভাষা বুঝেনি,আজ আমার
তাদের ভাষা শুধু বুলেটের
লাল টকটকে নোনতা ঘ্রাণের
থানে-থান বাধা জমাট রক্তের।

পরদেশ থেকে স্বদেশ
রাজ বদলালেও ,একটুও বদলাওনি তুমি
ফ্যাস্টিসের ভাষাটাই জুলুমের।
লাল টকটকে নোনতা ঘ্রাণের
বুলেট মানেই পরাজয় ,বিজয় রক্তের
_______________________________
সময় : [চট্টগ্রাম-০২.০৩.২০১৩]
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।