আমাদের কথা খুঁজে নিন

   

রক্তাক্ত প্রত্যাবর্তণ



সে বৈতরণী নায়ে উঠেছিলাম একবার বটে- তবে নায়ের গলুইটি কি করে যেন দৃষ্টিগোচড় হয়নি। জণ্মান্ধ এ চোখে কি তবে কিছুই দেখা যায়না? তাইতো গলুইয়ের অন্ধকার অধ্যায়টি বুঝতে অক্ষম ছিলাম। পৃ্থিবী তার আপন কক্ষপথেই ঘুরবে, কভু নিয়মের অনিয়ম হবেনা জানি, তবু আপন অন্তরলোকের এই কক্ষপথটি যদি পরিবর্তিত হয়- ফিরে যেতে চাইবো নায়ের কাছাকাছি, নিজ দু'হাতে ভেঙ্গেচুড়ে সব স্মৃতি-রোমন্থন রক্তাক্ত ছোড়া হাতেই হবে আমার প্রত্যাবর্তণ ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।