আমি একজন সাধারন মানুষ
আপনি যখন ঘুমিয়ে থাকেন মস্তিস্কের একটা অংশের নিউরণও ঘুমিয়ে থাকে, আর তার কারনে যে কোন কাজ করতে গেলে মস্তিস্কের একটা অংশের সাথে অপর অংশের সম্পর্ক স্থাপিত হয় না এবং কোন কাজ করতে গেলে ভুল হয়ে যায়। এ বিষয়ে সাম্প্রতি আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গিলিও টননী তার গবেষণাপত্র ন্যাচার পত্রিকায় প্রকাশ করেন।
টননী ও তার দল প্রথমে ইঁদুরের উপরে গবেষণা করেন। ঘুম থেকে ওঠা ইঁদুর ও জেগে থাকা ইঁদুরগুলোর কার্যক্রমের উপরে তারা পর্যবেক্ষণ করেন এবং তাদের মস্তিষ্ক স্ক্যান করেন। মস্তিস্কের নার্ভ সেলগুলোর মধ্যে বেশ কিছু পার্থক্য দেখা যায়।
electroencephalogram (EEG) এর মাধ্যমে দেখা যায় স্বপ্নহীন ঘুমে নিউরণগুলো খুব ধীরে ধীরে মস্তিস্কে তরঙ্গ প্রেরণ করে। এবং মস্তিষ্কের একটা অংশ ঘুমন্ত থাকলেও অন্য অংশ জাগ্রত থাকে। এ বেপারে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ক্রিস্টোফার জানান,
This is something we all have to do sometimes, and research has consistently shown that performance goes down. This can be very important for some jobs – air traffic controllers for instance.
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।