কাঁচাপাকা রাস্তার ঠিক মাঝামাঝি, সাইকেলে বসে ছিল নৌকার মাঝি।
মিলগুলো দেখুন-------
১। তারা উভয়ের উভয়ের বিশ্বাস কে অন্যের উপর চাপিয়ে দেয়ার চেষ্টা করে।
২। তারা কেউ কারো বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল নয়।
৩। তারা একে অপরকে দালাল, বেজন্মা, সন্ত্রাসী, কাফের, রাজাকার, গেলমান, মৌলবাদী এসব উপাধি প্রদান করতে ভালবাসে।
৪। তারা একে অপরের যৌন আচরন নিয়ে যারপর নাই চিন্তিত (নিজেরা নিজেদের আচরনের ব্যাপারে চিন্তিত নয়)।
৫।
তারা উভয়েই উভয়ের কঠোর শাস্তি কামনা করে।
৬। ধর্মব্যবসায়ীরা চায় সারা পৃথিবীতে তাদের রাজত্ব প্রতিষ্ঠা হোক এবং তাদের পথে যারা চলবে না তাদের ধরে ধরে মেরে ফেলা হোক, আর কট্টরপন্থী নাস্তিক রা চায় সারা পৃথিবীতে তাদের রাজত্ব প্রতিষ্ঠা হোক, ধর্মের নাম গন্ধ সারা পৃথিবীতে থাকবে না আর যারা রাখতে চায় তাদের সমূলে বিনাশ করা হোক।
৭। তারা দুজনেই অর্থ অথবা খ্যাতির উদ্দেশ্যে কাজগুলো করে থাকে।
আসুন আমরা এই দুই ধরনের (অথবা একই ধরনের) মানুষগুলো সম্পর্কে সচেতন হই এবং তাদের কথায় কর্ণপাত না করি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।