কিছু বলার আছে আমরা আজকাল দুটি শব্দ প্রায়ই শুনি সাম্প্রদায়িক ও মৌলবাদী । এ দুটি শব্দের অর্থের দিকে আজ আমরা তাকাই।
সাম্প্রদায়িক শব্দের অর্থ হল সম্প্রদায়ের স্বার্থের প্রতি মনোযোগী যা বাংলা অ্যাকাডেমি হতে প্রকাশিত অভিধান অনুযায়ী । তাহলে আমরা বুঝতে পারছি আমরা সবাই সাম্প্রদায়িক । কেননা বাঙালি একটা সম্প্রদায় এবং আমরা তার অন্তর্ভুক্ত ।
আমরা অবশ্যই আমাদের সম্প্রদায়ের স্বার্থ দেখব । কিন্তু কিছু সেকুলার নামধারী কম্যুনিস্ট ও নাস্তিক বলে তারা অসাম্প্রদায়িক অর্থাৎ তারা বাংলাদেশকে বা বাঙ্গালিকে দেখতে পারে না । এরা এই শব্দ দিয়ে শুধু মুসলমানদেরই ধলাই করে আর আমরা তা টেরও পাই না ।
এই রকম আর একটি শব্দ আছে যা হল মৌলবাদী । এই নামে বাংলা অ্যাকাডেমির অভিধানে কোন শব্দই নেই ।
শব্দ আছে মৌল যার অর্থ হল মূল সম্পর্কিত । তাহলে নুতন উদ্ভাবিত শব্দ মৌলবাদীর অর্থ দাড়ায় মূল সম্পর্কিত কাজ যারা করেন । তাহলে বলতে হয় বিজ্ঞানীরা সবচেয়ে বড় মৌলবাদী কারণ তারা সব কিছুর মূল নিয়ে কাজ করেন । কিন্তু কিছু সেকুলার নামধারী কম্যুনিস্ট ও নাস্তিক এটি শুধু মুসলমানদের ক্ষেত্রেই ব্যবহার করে ।
নাস্তিকরা অনেক সচেতন কারণ আপনারা খেয়াল করলে দেখবেন এরা কোনোদিন খ্রিস্টান বা হিন্দুদের কিছু বলে না ।
কারণ বর্তমানে পুরো বিশ্বের ক্ষমতায় খ্রিস্টানরা তাই এরা এদের ভয় পায়। হিন্দুদের কিছু বলে না কারণ এরা এদের আশ্রয়স্থল । একমাত্র হিন্দু ধর্মেই নাস্তিকতা বৈধ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।