মানুষ বার বার ফিরে যেতে চায় তার শেকড়ের কাছে, তার মূলের কাছে। আমরা বাঙালী। ১৪ই এপ্রিল যে বাঙালীত্ব প্রমানের জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিই সেটা কি আমাদের মূলের টানে নয়? আমাদের হাজার বছরের ঐতিহ্য মনে পড়ে এবং সেটা মনে রাখার, মনে করার এবং পালন করার জন্যই আমাদের এইসব আয়োজন। তাই নয় কি? যার মূল আছে এবং যে তার মূলের টানে বার বার ফিরে আসে সেই মৌলবাদী।
শুধু যারা ইসলাম নিয়ে কথা বলে তাদের কেন মৌলবাদী বলা হবে?
বাকীদের কি কোন মূল নেই? বাকীরা কি ভাসমান শৈবাল?
ইসলাম নিয়ে কথা বললে যদি মৌলবাদী হয়, তবে বাকী মতবাদ গুলি কি ভিত্তিহীন?
আপনি যিনি এই লেখা পড়ছেন, আপনার কি মনে হয় আপনার কোন শেকড় আছে? আপনি কি মৌলবাদী?
হা..হা..হা..হা..
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।