http://www.facebook.com/Kobitar.Khata
আজকাল মৌলবাদ শব্দটি অনেক বেশী উচ্চারিত শব্দের মধ্যে একটি। আমারা সন্ত্রাসবাদী বলতে রাজনীতিক ক্ষমতালাভের জন্য অত্যাচার, হত্যা প্রভৃতি হিংসাত্মক ও ত্রাসজনক কর্ম অবলম্বনকারী ব্যাক্তিকে বুঝি। উগ্রবাদী বলতে বুঝি উগ্র স্বার্থে হিংসাত্মক কর্ম করে এমন ব্যাক্তিকে। কিন্তু মৌলবাদী মানে কি? মৌলবাদ শব্দটি আমি সংসদ বাঙ্গালা অভিধানে পাইনি। আমি যদি ধরে নেই যে মৌলবাদী মানে যে ব্যক্তি মৌলিকের পক্ষে আর এই মৌলিক মানে সৃষ্টিকর্তা তাহলে তার অর্থ দাঁড়াচ্ছে যে এক সৃষ্টিকর্তায় বা ঈশ্বরে যে বিশ্বাস করে সে মৌলবাদী।
অর্থাৎ আস্তিক ব্যাক্তি। সে যে ধর্মেরই হোক। সেই হিসেবে পৃথিবীর বেশীর ভাগ মানুষ মৌলবাদী। তাহলে ধর্মের নামে যারা সন্ত্রান করে তাদেরকে কেন মৌলবাদী বলা হয়। আক্ষরিক অর্থে তো তাদেরকে সন্ত্রাসবাদী বলা উচিৎ।
কেউ যদি মৌলবাদের বিপক্ষে কথা বলে তাহলে তো তার অর্থ দাঁড়াচ্ছে সে ধর্মহীনতার পক্ষে কথা বলছে। সৃষ্টিকর্তার বিপক্ষে কথা বলছে। তাহলে যারা ধর্মের নামে সন্ত্রাস করে তাদের কে সন্ত্রাসবাদী বলাটা কি বেশী যুক্তিযুক্ত নয়? যেমন কেউ যদি ইসলামের নামে সন্ত্রাস করে সে ইসলামিক সন্ত্রাসবাদী, যে হিন্দু ধর্মের নামে সন্ত্রাস করে সে হিন্দু সন্ত্রাসবাদী।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।