'মৌলবাদী' শব্দটা ইদানিং আমাদের সবচেয়ে বেশি শোনা শব্দগুলোর অন্যতম। আক্ষরিক অর্থে, যে কোন মতবাদের অবিকৃত মূলতত্ত্বে বিশ্বাসীদেরই মৌলবাদী বলা হয়। তবে ধর্মীয় মৌলবাদী শব্দটাই আমরা বেশি শুনি। কারন ইদানিংকালে ব্যাপক উত্থান হয়েছে এই ধর্মীয় মৌলবাদীদের। যা অত্যন্ত আশঙ্কার কথা।
দেশের সংখ্যাগরিষ্ঠ লোকের ধর্ম অনুযায়ি প্রায় সব দেশেই এই ধর্মীয় মৌলবাদীদের অস্তিত্বের সন্ধান পাওয়া যায়। ধর্মীয় মৌলবাদী ছাড়াও অনেক কিছুতেই মৌলবাদীতা লক্ষ্য করা যায়। সাধারণত বিশ্বাসে অন্ধত্ব বা গোড়ামীই মৌলবাদীতা। সে হিসেবে অনেক কিছুই মৌলবাদীতার পর্যায়ে পড়ে।
মৌলবাদীতা মোটামুটি সর্ব ক্ষেত্রেই সংঘাতপূর্ণ আচারনের জন্ম দেয়।
আমরাও বুঝে না বুঝেই মৌলবাদী আচরন করি।
একটা বললাম তো বললাম। একটু পরখ করে দেখিনা আমারও ভুল থাকতে পারে।
আমাদের রাজনীতিতেও এখন দৃষ্টিভঙ্গিগত মৌলবাদীতার জয় জয়কার। কোথাও কোনো ছাড় নেই।
ভাবটা এমন 'তুললে তুলবো পটল, কিন্তু কথায় অটল। '
ফলাফল, আমরা বেশ সাফল্যের সাথে পিছনের দিকে এগিয়ে যাচ্ছি।
পৃথিবী জুড়ে যখন এই মৌলবাদীতা বিরাজমান...তাহলে চলেন, আমরা সাধারণেরাও মৌলবাদী হয়ে যাই।
মঙ্গলময় মৌলবাদী। মঙ্গলের জন্য মৌলবাদী।
আসুন, মৌলবাদী হয়ে যাই প্রেমের। মৌলবাদী হই ভালোবাসার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।