দু:খিত, আপনি যে ব্লগটি ভিজিট করছেন, তার ব্লগার বর্তমানে ব্যস্ত আছে। অনুগ্রহ করে কিছু দিন পর আবার ভিজিট করুন। ধন্যবাদ
মাছ। নাম শুনলেই আমার গা গরম গরম লাগে। শুনছি সরষে ইলিশের নাম শুনলে নাকি মানুষের জিভে জল আসে, কিন্তু আমার গায়ে জ্বর আসে।
মাছের সাথে আমার শত্রুতা ছুডোকাল থেকে। তাইতো চাইরচোখ লাগাইয়া ঘুরি। আমরে সামনে মাছ রাখলে গা জ্বালা করে; তার চেয়ে যদি আলুভর্তা দিয়া ভাত দেন তাইলে আমি চরম খুশি।
মাছের সাথে এই দহরম মহরমের কারনে আমি এহনো মাছ বাছতে শিখি নাই। তাই আম্মা মাছ বাইছা দেয় আর কয়:
" হারুইন্যা কেলাস নাইনে থাকতে বিয়া করছে, টেনে থাকতে পুলা হইছে।
আর আমার পোলা কলেজে উঠছে, এহনো তোরে আমি মাছের কাডা বাইছ্যা খাওয়াই। বিয়ার পর তোরে তোর বউ ফালাইয়া চইল্যা যাইবো। "
বি:দ্র: হারুন আমার ফুফাতো ভাই
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।