আমি অগোছালো শব্দের কুন্ডলি, আমি ভালোবাসতে পারি, মায়ের মুখের জন্য ছিনিয়ে আনতে পারি হাসি, আমি ছিনিয়ে আনতে পারি মানচিএ, গড়তে পারি দেশ। যদিও বা আমি অগোছালো শব্দের কুন্ডলি। ছুঁয়ে দেখো আমায়; আমি অগোছালো শব্দের কুন্ডলি, আমি ভালোবাসতে পারি। ।
মৃত্যুকে খুঁজতে অবশেষে তোমার ঠোঁটের কাছে ফিরে আসা -
ভালোবাসার পেছনে হেঁটে আসা ক্লান্ত-শ্রান্ত আমি আজ
তোমার নির্লিপ্ত ঠোঁট থেকে কয়েকটি শব্দ নিয়ে
বিষের ব্যর্থতা চেয়ে গজল গাইবো।
আমি জেনে গেছি মৃত্যুর কৈশোর থাকে,
যৌবন-বার্ধক্য থাকে, কেবল থাকেনা বয়ঃসন্ধি।
দুপুরের রোদে মৃত্যু শুয়ে শুয়ে
আমাকে যে বলে যায় মৃত্যু যন্ত্রনার গল্প -
এই বয়ঃসন্ধিকালে তবু মৃত্যু ভালো
বুঝেছিলাম একা একা জানালায় বিভৎস রদ্দুর দেখে।
বিশ্বাস করো তুমি গভীর জলধারায় বিষন্ন মনে
আমি বুকফাটা আর্তনাদ করি
তোমার জীবনের অনাবিল শান্তির প্রত্যাশায়।
আমার বুকের চাপা কান্নার আওয়াজ
জানি তুমি শুনতে পাওনা।
তবু আমি চিৎকার করে তোমাকে শোনাতে চাইঃ
তোমার মনগড়া, বেহিসেবি জীবনের বেপরোয়া সিদ্ধান্তে
কী-ই-বা পাবে তুমি আমাকে ঠঁকিয়ে ?
হ্যাঁ তবে তুমি যেদিন পাবে টের -
ব্যাকুলতা ফুরিয়ে যাবে হয়তো আমার কন্ঠের,
ফুরিয়ে যাবে হয়তো তোমার প্রতি আমার সকল আগ্রহ।
সেদিন তুমি আশাহত কিংবা আশ্চর্য হবে কিনা আমি জানিনা -
তবে আমি কষ্ট পাবো ভীষন ।
আমার খুব জানতে ইচ্ছে করে -
ইচ্ছে করে জানতে ভালোবাসার কতটা বোঝ তুমি?
কি জানি হয়তো ভালোবাসাই বোঝ,
ভালোবাসার তোলপাড় বোঝনা।
হয়তো ব্যথাই বোঝ, হৃদয় ভাঙ্গা ব্যথার স্বাদ বোঝনা।
ইচ্ছে করে বুকের ভেতর থেকে পাঁজরের হৃদপিন্ডটা
তোমার হাতে তুলে দিয়ে বলিঃ
" মুখে তুলে নাও, চিবিয়ে দেখ -
কেমন স্বাদ, ব্যাখ্যা করো "।
আমার সমস্ত কান্না যদি শব্দ হতো -
তবে কবিতার এ খাতা ভিঁজে স্যাঁতস্যাঁতে হতো।
যে তুমি বসে আছো আনমনে -
পৃষ্ঠাখানি উল্টাতে গিয়ে যদি পাও নোনা স্বাদ কিছু
তবে ক্ষনিকের সমান বেদনে একটু থেমে কেঁদে নিও।
আমি জানি, জানতাম তোমার ঐ নির্জন ঠোঁটেই আত্নহত্যার বসবাস।
আমি সেখানেই যাবো একটু সকাল হোক, রোদ উঠুক ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।