সমস্ত প্রাগ কথন,,অনির্ধারিত কিছু শব্দ..
এক রাজ পথ,নির্মম এর পথ চলা,অন্তহিন পথক্লান্ত পথিক-আবার হাটে নির্মমতার পথে নতুন পরিশুদ্ধি আত্নার সন্ধানে....কি আছে, কি নেই, শুধু অদেখা প্রাপ্তি নিয়ে ঘরে ফিরে অনন্ত হীন পথিকেরা। আবার হারিয়ে যায় আবার সেই অপ্রাপ্তি নিয়ে পরি শুদ্ধির পথে। গুনি জনেরা বলেন প্রতিটি জীবন নাকি এক একটি থিয়েটারের গল্প, আর সেই গল্প নিয়ে থিয়েটারের মানুষেরা নিরন্তন খেলা করে...এক একটি জীবন্ত তরুন গুলো নিজের সমস্ত অস্তিত্ব কে বিলিয়ে দেয় থিয়েটার নামক মঞ্চের পাদ দেশে। দর্শকদের করতালি কিছুটা গম্ভির সময় হঠাৎ কোন প্রাণের ভিতর থেকে ফোঁপানো। না এসব কি নেশা, নাকি ঘোর...
মিডিয়ার লোলুপ দৃষ্টির আগ্রাসনে ক্লান্ত প্রাণ গুলো মুক্তি চায় একটু দম নিতে চায় চোখের রেটিনা গুলো মঞ্চের আলো আধারির ঘোর ময় মাঠে।
আর ও দিকে থিয়েটার শ্রমিকেরা পুরো দু ঘন্টায় জীবন বিসর্জন দেয়, ঘাম ঝরায়, হয়ত রক্ত ঝরার প্রয়োজন হলেও তাই ঝরাত....
মঞ্চের মানুষ গুলো চির নবীন। এই নবীন মানুষ গুলো মঞ্চের আলো আধারির নিচে ধুয়ে ফেলে অতীত আত্মা। বন্ধুত্বের দাবি, মায়ের স্নেহের পরশ, বাবার বকুনি , প্রেমিকার ছল ছল দৃষ্টি উপেক্ষা করে কোন মায়ার জালে তারা আবিষ্ট হয় তাদের অর্ন্তনিহিত আত্মাগুলোও জানেনা। তবে কেন এই ছিপ নৌকার মত বেচে থাকা? মুখে হাসি শরীরে নোনা ঘাম তোয়ালে ভিজে যায় তারপরও বুকের সব কিছু উজার করে অভিনয় লাইট কিংবা মিউজিকের লয়ে হারিয়ে বিসর্জন দেয় নিজেকে নিষ্ঠুর ভালো মানুষ গুলো। কেন?
সেই দিন সন্ধ্যা বেলায় শুনলাম রাজু ভাইয়ের মা মারা গেছেন।
হ্যা বিষয় টা কোন বিষয় না। কিন্তু ঠিক তখন রাজু ভাই তার খবর পাননি কারন ওই সময় টুকু শুধু মহড়া কক্ষের। মুঠোফোন বন্ধ। রাত তখন ১১ টা তিনি তখন জানতে পারলেন তার জন্মদাত্রী মা নেই। এই ভাবে শোক দুঃখ বেদনা কিংবা না পাওয়ার সব কিছু পদ দলিত করে থিয়েটারের কর্মিরা থিয়েটারের লাল গালিচায়।
থিয়েটার মানুষের কথা বলে, দেশের কথা বলে, সকল অন্যায়ের বিরুদ্ধে তার উচ্চারন কিন্তু দেশ- থিয়েটারকে কি দেয়। থিয়েটার-থিয়েটার কর্মীকে কি দেয়? একটাই উত্তর ধিক্কার!
বুজ্জুয়া পাপ এখনো পুরো পুরি গ্রাশ করতে পারিনি এই শিল্পকে। দেশ কিছুই দিতে পারেনি একে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।