আমাদের কথা খুঁজে নিন

   

একজন অপরাধি বনাম মানবতা আইন!!! কিংবা লাদেন বনাম মানবতা আইন!!

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

বিন লাদেনের মাথার রক্ত যেন ওবামার মুচের তেল স্বরুপ। মাথার রক্তে লাদেনের দারি ভিজে আর ওবামা মুছে তেল দেয়। কেহ বিষয়টা অন্য ভাবে নিবেন না। মূল কথা হলো, বিগত দিন গুলোতে ওবামার জনপ্রিয়তা অনেকটাই কমে গিয়েছিল।

কিন্তু লাদেনের রক্ত মাখা মুখ দেখে ওবামা প্রশাষনের জনপ্রিয়তা আবার বেরে গিয়েছে। এর পেছনে সংগত কারন ও আছে, কারন যার মৃত্যুর অপেক্ষা কামনা করে দিন গুনছিল মার্কিনিরা দীর্ঘ ১০ বছর যাবৎ। সেই অপেক্ষার অবষান হলো, তাই তারা একটু উৎযাপনের ব্যাবস্থা করতেই পারে। কিন্তু, যেই ভাবে বিন লাদেন কে হত্যা করা হলো, সেটা কি হিউম্যান রাইটস এর বিচারে সঠিক ভাবে হয়েছে? আমরা জানি, কোন নিরশ্র ব্যাক্তিকে সরাসরি হত্যা করা যায় না। তাকে আত্নসমর্পন করার সুযোগ দিতে হয়।

যদি আত্ন সমর্পনও না করে তবে তাকে জোর করে আইনের সামনে নিয়ে যাওয়া হয়। তাতেও যদি আসামির পালিয়ে যাবার সম্ভাবনা থাকে তবে পায়ে গুলি করে আহত করে তাকে আইনের সামনে হাজির করানো হয়। কিন্তু মুখে গুলি করে একজন নিরশ্র ব্যাক্তিকে হত্যা করা মানবাধিকার আইনে আইন লংঘন করাই বলে। নাকি এই অবস্থায় হিউম্যান রাইট্স একটু পাশ কাটিয়ে যেতে পারে, সেটা নিয়েই আমি আপনাদের সাথে আলোচনা কর্তে চাই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.