ছন্নছাড়া বাঁধনহারা দস্যি একটা ছেলে ,, দিবানিশি ক্যামেরা চালায় আহার নিদ্রা ফেলে :) :)
নামকরণ : ঐতিহাসিক সূত্রে জানা যায় , দিল্লির সম্রাট আকবরের রাজত্বকালে (১৫৫৬-১৬০৫) হযরত শাহ জামাল (রা.) নামে একজন ধর্মপ্রচারক ইয়েমেন থেকে ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে দুইশত অনুসারী নিয়ে এই অঞ্চলে এসেছিলেন । পরবর্তিতে ধর্মীয় নেতা হিসেবে তার দ্রুত তার প্রাধান্য বিস্তার লাভ করে ..।
ধারণা করা হয়, হযরত শাহ জামাল (রা.) এর নাম অনুসারেই এই এলাকার নামকরণ করা হয় জামালপুর ।
ঐতিহাসিক ও দর্শনীয় স্থান :
হযরত শাহ জামাল রহঃ পবিত্র মাজার শরীফ ।
হযরত শাহ কামাল রহঃ এর পবিত্র মাজার শরীফ ।
দেওয়ানগঞ্জের সুগার মিলস ।
যমুনা সার কারখানা ।
গান্ধি আশ্রম ।
দয়াময়ী মন্দির ।
লাউ চাপড়া পিকনিক স্পট ।
ইত্যাদি .................।
জেলার ওয়েব সাইট : জামালপুর ;
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।