আমাদের কথা খুঁজে নিন

   

কৃষি খামার কেন ব্যর্থ হয়?



কৃষি খামার কেন ব্যর্থ হয়? কৃষি ব্যবসায় বা খামার পরিচালনা আসলেই একটি লাভজনক কার্যক্রম। তারপরও দেখা যায় কেউ কেউ সফলতা পাচ্ছেন আবার কারো কারো সফলতা আসছে না। আসলে- ব্যবস্থাপনার সীমাবদ্ধতাই খামার ব্যর্থতার প্রধান কারণ। আমাদের দেশে যারা পূঁজি বিনিয়োগ করে খামার করেন তাঁরা অনেক সময়ই খামারের মিশ্রণটি সঠিকভাবে করতে পারেন না। কতটুকু জমিতে কিসের খামার হচ্ছে এবং সেখানে কতজন লোক কাজ করতে পারে এ নিয়ে কোনো বৈজ্ঞানিক তথ্য নেই।

শিল্প ক্ষেত্রে যেমন একটি মেশিনে কয়জন ব্যক্তি কাজ করবে সেটা সুনির্দিষ্টভাবে বলা যায়- কিন্তু একটি ৫ একরের মাছের খামারে কয়জন লোক লাগবে- সেটা সুনির্দিষ্ট ভাবে বলা যায় না। যে কারণে উদ্যোক্তা সঠিক পরিকল্পনাটিই করতে পারেন না। আবার খামার পরিচালনা করতে হলে কতকগুলো স্ট্রাটেজিক নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন করতে হয়। উদ্যোক্তা যদি নিজে খামারে অবস্থান না করেন তাহলে এই স্ট্রাটেজিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেন না। গরুর খবার, মাছের খাবার, বা জমির খাদ্য চুরি হলে কেউ অভিযোগ করবে না- কিন্তু নির্দিষ্ট সময় শেষে দেখা যাবে কাঙ্খিত ফল আসছে না।

তখন কিন্তু আসলেই অনেক দেরি হয়ে গেছে। প্রতিদিন যত খামার জন্ম হয়- সমসংখ্যক খামার কিন্তু বন্ধ হয়ে যায়। জন্ম মৃত্যুর রেকর্ড না থাকার কারণে সঠিক হিসাবটি কারো কাছে নেই। তবে কৃষি খামারের ক্ষেত্রে প্রয়োজনীয় গবেষণা না থাকায় ব্যবসায়ের ক্ষেত্রে তেমন উপাত্ত পাওয়া যায় না। কৃষিবিদরা উৎপাদনের দৃষ্টিতে খামার বা প্রকল্প রচনা করেন, আর ব্যবসায়ীরা দেখেন বিনিয়োগ ও মুনাফার দৃষ্টিতে।

একটি কারিগরী বিষয় হিসেবে এই দুয়ের সমন্বয়টা খুব জরুরি। যেটা অধিকাংশ খামারী করতে পারেন না। যারা পারেন না তারাই ব্যর্থ হন। যারা পারেন- তারাই হয়ে ওঠেন সফল উদ্যোক্তা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.