আমাদের কথা খুঁজে নিন

   

হাহাকার



যেদিকে তাকাই হাহাকার হাহাকার,কি নিয়ে বাঁচব দিনমান ! অভাগা দেশে সবকিছু নিয়ে গেল জানোয়ারের দল। হায়েনা,পিশাচ দাঙ্গা বিধে ,বল আমি তুমি কার! কাকে গিয়ে বলিব প্রভু বাঁচাও? আমি বাঁচতে চাই। যেখানে চাই শুধুই আরও চাই, আমার সবকিছু চাই। বাড়ি চাই,গাড়ী চাই,গদি চাই, নদী চাই, ভিক্ষার থালার ভাড়া চাই। চাই রমনী অগোচরে অবলীলায় নিভৃতে। চাই হাতভরা ক্ষমতা গালভরা বুলি, চাই ব্যাংক ভরা টাকা কাঁচা আমার ঠিকানায়। শুধু হাহাকার বুকে, কেউ করে পাওয়ার,কেউ না পাওয়ার এত হাহাকার নির্জনে মনের কোণে। কী নিয়ে বাঁচি বল? বাঁচি হাহাকারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।