আমাদের কথা খুঁজে নিন

   

হাহাকার

ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..
শত যুগে শত ভাবে কত খুঁজেছি তোমায়, তবু কোন যুগে কোন ভাবে দাওনি সাড়া পাওনি আমায়। আমারি মনের কোনে শত প্রেমের ধারা, বহিয়া চলে তোমারি তরে তবু কোনদিন দাওনি তুমি এক ফোঁটা সাড়া। চিনে যদি নিতে মোরে একান্ত আপন করে, সুখের হাজার ঝর্ণায় সুখ বহিত তোমারি তরে। কোন যুগে কোন দিন ডাকিয়া দেখিতে যদি, কেমন পাগল আমি.. তোমারি ডাকের আওয়াজ শুনিবার তিয়াষে ব্যাকুল প্রাণ-মন সবকিছু.. তোমারেই খুঁজেছি আমি জানে সব অন্তর্যামী সকল সুখে সকল দুখে সকল গানে সকল প্রাণে সকল প্রেমে সকল মনে সেই অনাদিকালেরও আগে থেকে সকল হৃদয় মাঝে, নিরবধি। আজও আমি ঘুরে ঘুরে খুঁজি তোমা সুরে সুরে জীবনের মোহনায়, আমারি প্রাণের সুর নাহি পারে ছুঁতে তোমারি প্রাণের দেয়াল.. তোমারি নিঠুর প্রাণ গেয়ে যায় গান নিঠুর সুরে সুরে জানান দেয় সারক্ষণ তোমারি নীরব মন হাজার নীরবতায়। নও তুমি আমার মনে পড়ে বারেবার প্রাণ ভেঙে যায় প্রাণ হেরে যায় বেদনার গান গেয়ে গেয়ে যায় হৃদয় আবার...
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।