আমাদের কথা খুঁজে নিন

   

হাহাকার

অামি সবার বন্ধু ।

যুদ্ধের অনল জ্বলছে বিশ্বে, কিসের যুদ্ধ ? যুদ্ধ সে: কিন্তু নয় প্রকােশ্র, সে হাহাকার শোনায়, কিন্তু সে কোথা থেকে?? তোমরা কি শুনতে পাওনা? সে ক্রান্দন ভাসছে দুর থেকে, ধরনী থেকে, সে কি কারোর হৃদয়ে বিধে না?? একটু তাকাও, শুধু একটি পরিবারের দিকে, পিতৃহারা শিশু কাঁদছে, দু-মুঠো ভাতের অভাবে, মা খাটছে অন্যের বাড়িতে, শিশু র পেট ভরাতে, অর্থ আছে তো, অন্নের অভাব। তাতে, মানুষ বাচবে কিসে? মা তার রক্ত বেচে, থামাতে ছেলের হাহাকার, অশ্রু তার মাটিতে পরে, রক্ত হয়ে, পিতা তারই অসহ্রে, করেছে আত্নহত্যা, দুঃখের আর ক্ষুধার-ই কারনে, আজ-কাল মা তার ভাবছে একই তার স্বামীর মতন, কিণ্তু তবু তো ঐ কান্না চলবে, কিসে হবে সমাধান? যুদ্ধ চলবে, কোন ভাবেই থামবে না, এই শিক্ষা নিয়ে গাড়তে হবে, নতুন প্রজণ্ম ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।