আমাদের কথা খুঁজে নিন

   

হাহাকার

চাষোপযোগী সৈকতে ক্ষণকাল

আমার উষ্ণতা ফেরৎ চাইছি মেয়ে,
পৌষের কোন রাতে সঞ্জীবনী উজাড় করে
যতটুকু দিয়ে ছিলাম,
তার চাইতে বেশী কিছু নয়।

যতটুকু উষ্ণতায় শীতল-রঙিন স্পর্শ আগন্তুক হয়ে
ফিরে যায়।

একাকী দীর্ঘ উলঙ্গ রাত বস্রহীন থাকা যায়,
স্যুট-টাই শেভ-ক্লীন, চমৎকার ভদ্র গোছের থাকা যায়,
ব্যস্ত-টেলিফোন, রঙিন পাপোষ-গৃহিনীর ঘর করা যায়।

আমার উষ্ণতাবোধ ফিরিয়ে দাও মেয়ে
তোমার তো আছে আগাধ,
দেনাটুকু নাহয় দানেই শোধ করলে।

নাকি শুনতে চাচ্ছনা ক্রমশ নির্জীব হাহাকার,
চোরাবালিতে নামিয়ে দিয়ে উপভোগ করছ
আপাত-সূক্ষ অপরিনামদর্শীতার ন্যায় বিচার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।