ছন্নছাড়া বাঁধনহারা দস্যি একটা ছেলে ,, দিবানিশি ক্যামেরা চালায় আহার নিদ্রা ফেলে :) :)
নামকরণ : সম্রাট আকবরের শাসনামলে মোমেন শাহ নামে একজন তৎকালীন বাজুহার একাংশের (বর্তমান ময়মনসিংহ) শাসনকর্তা ছিলেন । এবং এই শাসনকর্তার নামানুসারেই এই অঞ্চলের নাম তখন মোমেনশাহী হয় ,, পরবর্তিতে যে তা ময়মনসিংহ নাম লাভ করে ।
অন্য এক কাহিনী থেকে জানা যায় ,, ১৬০১ সালের ১২ই ফেব্রুয়ারীতে উত্তর জামালপুরের দশকাহুনিয়া , শেরপুর ও টাঙ্গাইল জেলার দক্ষিন প্রান্তস্থ আতিয়ার মধ্যস্থলে সুবেদার মানসিংহের সাথে ভাটি অঞ্চলের ভুঁইয়াদের একটি যুদ্ধ সংঘটিত হয় । মানসিংহ কর্তৃক এই যুদ্ধ পরিচালিত হয়েছিল বলে তার নামানুসারে এই জেলার নাম রাখা হয় মানসিংহ ..। পরবর্তিতে এই মানসিংহ থেকেই ময়মনসিংহ নামের উৎপত্তি .।
ঐতিহাসিক ও দর্শনীয় স্থান ;
কৃষি বিশ্ববিদ্যালয়
গারো পাহাড়
শশী লজ
গৌরীপুর লজ
আলেকজান্ডার ক্যাসেল
শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালা
স্বাধীনতা স্তম্ভ
ব্রহ্মপুত্র নদের তীরবর্তী পার্ক
ময়মনসিংহ জাদুঘর
বোটানিক্যাল গার্ডেন
নজরুল স্মৃতি কেন্দ্র
মুক্তাগাছা জমিদার বাড়ী
মহারাজ সূর্যকান্তের বাড়ী
গৌরীপুর রাজবাড়ী
বীরাঙ্গনা সখিনার মাজার
রামগোপাল জমিদার বাড়ী
ফুলবাড়ীয়া অর্কিড বাগান
চীনা মাটির টিলা
আব্দুল জব্বার স্মৃতি জাদুঘর
কুমিরের খামার
তেপান্তর ফিল্ম সিটি
ধন্যবাদ ।
আরও অধিক তথ্যের জন্য এখানে প্রবেশ করুন ;
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।