বাঙলা কবিতা
যা কিছু মোহর ছিলো, স্বর্ণরেণু;
একদিন যদি মুঠো খুলি__
কী দেখেছে চমকে-ওঠা গোধূলির ধেনু?
সব ছাই? সব কিছু পুড়ে যাওয়া ধূলি!
শুরুতে মগজ হাওয়া, তারপর...অপেক্ষায় পড়ে থাকে খুলি__
ক্লান্ত, শাদা; মাটির কন্দরে মৌন হাস্যকর নিরর্থক হাড়;
যে-বন্দর ছেড়ে এসে এইখানে সগর্বিত অট্টালিকা তুলি,
নিয়ত সে বন্দরের দিকে যাত্রা__ এ জীবন; নিঃসঙ্গ, ফেরার!
এই গল্প অনিঃশেষ... ভেবে তুমি, সত্য ও মিথ্যার রঙে রাঙিয়েছো বায়ু;
প্রতিদিন তাড়িয়েছো মাঠ থেকে উন্মুক্ত বাতাস!
এ গল্প হঠাৎ শুরু, অক্স্মাৎ শেষ; এই হলো গল্পদের আয়ু...
একদিন শূন্যমাঠে পড়ে থাকে সব দীর্ঘশ্বাস।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।