শাকিলা তুবা
যেখানে যা থাকার থাকে না
কিচ্ছু নেই কোথাও
এই খানে মন ছিল, রেখেছিলাম একটু আগে
নেই, কোথাও নেই।
বোকা এক মানুষের হৃদয়ে বুনেছিলাম ঘাস,
ঘাস সমেত মানুষ উধাও
এখন গাংচিলের উড়ে যাওয়া দেখি
ফড়িং এর সিল্কি ডানায় রাখি স্বপ্ন
মনটাও বুঝি ট্রান্সপারেন্ট
দুই পাশেই একরকম,
একটু আগে এখানে লিখছিলাম কবিতা
সব উধাও, কিচ্ছু নেই
আজকাল যেখানে যা থাকার
থাকছে না কিছুতেই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।