আমাদের কথা খুঁজে নিন

   

এখানেই হবে নব-জাগরন



শুনছেন..ওখানে আছেন কি কেউ? এখানে অনাবৃষ্টি;রোদ্দুর পুড়ে খাঁ খাঁ গাভীন জমিন ভ্রুণ নষ্টের শোকে কাতর আর যারা জন্মদাতা তারা বন্ধা হতে থাকে। হায়রে পোড়ামুখী পোড়া কপালী তোর রাত কাটে তবু হয়না সোনালী ভোর! আছেন কি দেখছেন কি ঢেউ? এখানে অঝোরে ঝরে অভিশাপ চোখ হয় প্লাবিত বুকের পাড় ভেঙ্গে বিলীন হয় হৃদয় আর প্রসূতি জননী মৃত্যু বরণ করে আতুরে। হায়রে হায় অভিশপ্ত অভাগা পিতা তোর কাছে মূল্যহীন কোরআন-বাইবেল-গীতা! এখানে মৃত্যু মৃত্যু খেলা চলে চলে পিশাচের উৎপাদন এখানে কুলুপ আঁটা সব সুশীল সমাজ এখানেই হবে নব-জাগরন। ০৫/০৭/২০১০ অর্চি মিডিয়া সেন্টার প্রজাপাড়া-পীরগঞ্জ-রংপুর সকাল ১০ টা ৪৫ মিনিট

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.