আমাদের কথা খুঁজে নিন

   

এখানেই সুখ ছিলো একদিন (গান)

মনের জানালায় দাঁড়িয়ে ভাবনাগুলোর মিলিয়ে যাওয়া দেখি। গুচ্ছ গুচ্ছ মেঘ হয়ে, ঐ দূর দিগন্ত পানে...

ডাউনলোড করুন এইখান থেকে - শায়ান ওই দ্যাখো, ছড়ানো স্যান্ডেল ওখানেই সুখ ছিলো একদিন দেয়ালের ঝুলন্ত মাকড়সার জালে জড়িয়ে সুখ ছিলো একদিন একটাই ভাঙা এ্যাশট্রে ওটাতে'ও সুখ ছিলো একদিন সারা রাত কল থেকে পানির টিপ্ টিপ্ শব্দে কি দারুণ সুখ ছিলো একদিন আজ চলছেনা, ভালো লাগছেনা দু'জনার পাশাপাশি বনছেনা তবু শেষ বার তুমি ভেবে দ্যাখো এখানেই সুখ ছিলো একদিন এই তো সেই নড়বড়ে আমাদের সেই ছোট্ট খাট এখানেই উত্তাল সঙ্গমে কেটেছে কত কত রাত ভাঁজ করা আছে নীল মশারি শত ছিদ্রে সাজানো সে বাসর মেঝেতে শুয়ে আছে একজন বিছানায় অতৃপ্ত সে চাদর আজ খেলা শেষ, আর জমছেনা দু'জনার পাশাপাশি বনছেনা আছে দু'জনার শুধু নীরবতা তবু কল থেকে পানি পড়ছে টিপ্ টিপ্ শার্টের ছেঁড়া বোতামে কি দারুণ সুখ ছিলো একদিন দেয়ালের ফাটলের ওই নকশাতে কি দারুণ সুখ ছিলো একদিন ওষুধের ওই বাক্সটা অসুখেও কত সুখী ছিলো একদিন কুঁচকানো ওই মলিন পর্দাটা সুখী ছন্দে দুলেছিলো একদিন জানালার ভাঙা কাঁচটা-তে দরজার বেয়াড়া হুড়কো-তে বিকেলের কলিং-বেলে কি দারুণ সুখ ছিলো একদিন এখানেই এখানেই এখানেই সুখ ছিলো একদিন চন্দন কাঠের বুকশেলফ্ -এ আজো আছে তোমার জীবনানন্দ কাঁধে কাঁধ মিলিয়ে রবীন্দ্র শুধু কেটে গেছে জীবনের ছন্দ দেয়ালের ফ্রেমে আজো বন্দী দু'জনার এক চোখে দেখা স্বপ্ন ওরা হাসছে, তবু হাসছে জানেনা আসছে ভাঙনের লগ্ন আজ এই ঠোঁটে নেই সেই তৃপ্তি তাই অবশেষে মুক্তির চুক্তি তবু শেষবার তুমি ভেবে দ্যাখো এখানেই সুখ ছিলো একদিন -o- "এটা একটা ভালোবাসার গান। একটা প্রেমের গান। প্রেম যেন "টিকে" থাকে, সেই আবেদনের গান। প্রেমের সম্পর্কের জন্য কোনো সূত্র নেই।

কেউ তা দেবার সাহস'ও করবেন বলে মনে হয়না। কিন্তু সূত্রের পরোয়া না করেই মানুষ ভালোবাসে, সম্পর্ক গড়ে। এবং সব সম্পর্ককেই টিকে থাকবার পরীক্ষায় পাশ করতে হয়। তখন চারপাশ থেকে অনেক রকম "উপদেশ" কিংবা "সাধারণ জ্ঞান" আমরা পাই। কি কি করলে সম্পর্ক টিকে থাকে, কি কি কারণে ভেঙে যায়, সেইসব নিয়ে অনেক রকম গবেষণা চলতে থাকে।

কিন্তু সে যাই ঘটুক, সবসময়ই যে কথা আমার মনে হয়েছে, সেটা হলো সম্পর্ক ভেঙে যাবার দৃশ্যটা বাস্তবতার অংশ হলেও, দৃশ্যটা খুব অসুন্দর!" "পৃথিবীতে এমন অনেক সম্পর্ক আছে যেগুলো "একটুর জন্য" ভেঙে যায়নি। পরবর্তীতে, সেই ঝড়ের মৌসুমেও শেষ পর্যন্ত আঁকড়ে ধরে থাকতে পারার, অর্থাৎ টিকে যাবার গল্পটা একটা অহংকারের গল্প হয়ে থেকে গেছে প্রেমিক-প্রেমিকার কাছে। আবার এমন অনেক সম্পর্কও আছে, যেগুলো "আরেকটু চেষ্টা করলেই" টিকে যেত। এবং সেই ভাঙন "আক্ষেপ" হয়ে থেকে গেছে নিজেদের গহীনে, যার স্পর্শকাতরতা আর কখনও কাটিয়ে ওঠা যায়নি। " "এই গান একটা "দ্বিধা"র প্রহরের গান - যখন ভাঙনের লগ্নটা "আসি আসি" করছে, কিন্তু পুরোপুরি আসেনি।

এই গানটা ভালোবাসার কাছে আবেদন - তোমরা টিকে থাকো। একটা সম্পর্কের মধ্যে বনিবনা না হবার অনেক বাস্তবসম্মত কারণ থাকতে পারে। একটা গানের অত শক্তি থাকবার কথা নয় যে সেটা একটা ভাঙনকে রুখে দেবে। কিন্তু আমি মিলনের পক্ষে, তাই আবেদন করতে ছাড়ছিনা। আমি ভাঙনের বিপক্ষে।

আমি ভীষণই চাই - পৃথিবীর সকল প্রেমিক তাদের প্রেমিকার সঙ্গে মিশে থাক, জুড়ে থাক। যে যার ভালোবাসার মানুষের হাত শক্ত করে ধরে থাক। অনেক ঝগড়া-ঝাঁটির শেষে তবুও ঘুমের ঘোরে প্রেমিকা বুঝে নিক তার পরিচিত স্পর্শ। আর ওই একটু ছোঁয়াতে মিলিয়ে যাক জন্মান্তরের বিবাদ। এরকমটাই দেখতে আমার মন চায়।

" "বাস্তবে তেমনটা ঘটে না সবসময়। কিন্তু আমার স্বপ্নাসরে বাস্তবের প্রবেশ মাঝে মধ্যে নিষিদ্ধ থাকলে আমার তাতে আপত্তি নেই!" সূত্রঃ Click This Link ... ধন্যবাদ ত্রেয়াকে এই গানটার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। সায়ানের গান আগে এত মনোযোগ দিয়ে কখনো শুনিনি। কাল এই গানটা পাওয়ার পর থেকে এক নাগাড়ে শুনেই যাচ্ছি। এত ভালো লাগছে।

গনের কথাগুলো, তার গায়কী, সুর হৃদয়ে নাড়া দিয়ে যাচ্ছে। নেটে কথাগুলো খুজতে যেয়ে উপরের কথাগুলো পেয়ে যাই। আমার কাছে ভালো লেগেছে তাই এইখানে শেয়ার করলাম। একটা মন্তব্য শেয়ার না করে পারছিনা - "I just wanted to share my feeling of this song. My husband and I have been together for over 16 years , married 6 years. Gradually we were drifting apart,We don't talk much. fighting over little things and just hanging by a string,waiting for the moment to depart from each others lives. We were very much in love and had many dreams to live.Don't know where we went wrong.Last night he asked me to listen to this song with him and I was in tears. Thank you for such a expressive song." - monami79

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.