আমি অতি সাধারন,কিন্তু মনে হয় কিছু অসাধারণত্ব আমার মাঝে বিদ্যমান আছে। আমি সেটাকে বাস্তব রূপ দেয়ার চেষ্টায় এই প্রচেষ্টা। মৃত্যু ! কত কাছে বসে আছে ! ঘাড়ের উপর সওয়ার হয়ে , নিষ্ঠুর জাল পেতে,ও কি ভয়ঙ্কর ! বাঁচার কি যে আকুতি,প্রানান্তকর চেষ্টা এ পাড়ে আলো,নির্জলা পৃথিবী নিঃশ্বাস টুকু শুধু ত্যাগের অপেক্ষায় ! হাহাকার,হারানোর বেদনা,হারিয়ে যাবার আর্তনাদ মৃত্যুর প্রহর গুনা,ওহ ! এও কি সহ্যের মত ? জীবন কত দামী,রোজিনা জানে ; না,আমি জানি না,ক্ষমা চাই বোন আমি সভ্যতার অসভ্য প্রাণী হয়ে গেছি কীট,জঘন্য,আমি পাষাণ রে। হয়তো আমি এই-ই,হয়তো নিয়তি-ই তোদের এই গরীব,ওরে এটা পাপ,জন্মের ভুল তাই তো,তোকে নিয়ে রাজনীতি হয় তোর লাশের উপর দিয়ে শপথ হয়। হায়রে হতভাগা,এর চেয়ে কুকুর হতি কেউ হয়তো ছুটে এসে কোলে নিতো। ধিক্কার এই অসভ্য মানবতা থুঃ থুঃ ,ঘামের দাম রক্ত দিয়ে ? পিচ ঢালা পথের দাম নর্দমার পানি দিয়ে ? ধরণী দ্বিধা হও,কপাল ঠুকে দেই। হাতজোড় করে ক্ষমা মাঙ্গি ক্ষমা করো বোন রোজিনা,মর্জিনা, শোকবার্তা দিয়ে,করি তোদের স্বর্গ কামনা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।