আমাদের কথা খুঁজে নিন

   

গুনে গুনে ২১ বার ফেইন্ট হয়ে পড়ল আমার এক ফ্রেন্ড। হতবাক আমি

আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। আমি কিছু বলতে চাই। আমাকে বলতে দিন.।

আমার ইউনিতে আমার সার্কেলের খুব ক্লোজ ফ্রেন্ডদের একজন ( ফিমেল ফ্রেন্ড ) আজকে আমার সামনে গুনে গুনে ২১ বার ফেইন্ট হলো। আমি তো পুরাই টাশকি খেয়ে গেলাম ।

কেমনে সম্ভব। ও অবশ্য এর আগে ইউনিতে একই দিনে ৯ বার ফেইন্ট হয়েছিল। ওই আমি ইউনি তে ছিলাম না । আমার কাছে মনে হয়েছিল ওরা মজা করতেসে আমার সাথে। যাই হোক ওর কি যেন একটা অসুখ আছে।

তেমন জটিল রোগ না। কিন্তু খুব হাইপার থাকলে বা কারো সাথে চিল্লাপাল্লা করলে এরকম হয় ওর। ওর নাকি বাসায় রেকর্ড আছে একই দিনে ৩২ বার। (যাই হোক বিশ্বাস করেন আর নাই করেন আমি চাপা মারি নাই। ) ও যখন ফেইন্ট হয়ে যায় তখনি ওর পা ডলা শুরু করে দেই।

পা টীপে দিই। বিকালে ফেরার সময় কইতাসিলাম - আজকে সারাদিনে তো যেই পা টিপা দিসি। প্রতিদিন আমার বাপ আর মায়ের এরকম পা টিপে দিলে আমার জন্য বেহেশত কনফার্ম। যাই হোক পোস্ট শেষ । আমার সোনার বাংলাদেশ।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.