আমাদের কথা খুঁজে নিন

   

"সংখ্যা নয়, দরকার গুনে গুনান্নিত "

দুর্বার প্রতিক

আমার বাবা যখন অনেক বেশি ঝামেলা বা চিন্তায় পরে, তখন আব্বুকে "আল্লাহর প্রতি ভরসা রাখা আর দুশ্চিন্তাগ্রস্ত না হওয়ার" শান্তনা দিলে আমার বাবার প্রতিবারই সরল জবাব :- "বাবা, আমি আমাকে নিয়ে চিন্তা করি না , আমি চিন্তা করি তোমাদের কে নিয়ে... মানুষ তো এখন জালিয়াতি করে, বাটপারি করে , আমরা তাও শান্তি দেখে বড় হয়ে কিছুটা অশান্ত হলাম । কিন্তু তোমাদের সময় হবে আরো ভয়াবহ , সামনের আগত দিনগুলোতে তোমাদের অভিজ্ঞতা হবে আরো অশান্তকর । তোমাদের জন্য আমাদের দোআ থাকবে বাবা " । কথাগুলো মানতে কষ্ট হলেও প্রতিবাদ জানায়নি কোনদিন জ্ঞানের স্বল্পতার দরুন !! যেহেতু আমার প্রশ্নের জবাব আশে পাশে আল্লাহ মিলিয়ে দেন, তাই চোখ মিলিয়ে দেখলাম :- কথা সত্যি ! সুদুর আফ্রিকার একটি দেশ এঙ্গলাতে (Angola) ইসলামকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে (সরকারিভাবে ইসলামী সকল স্থাপনা ও মসজিদ ভেঙ্গে ফেলা হচ্ছে) , বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ "বাংলাদেশের" রাজনীতিতে পার্শবর্তী দাদারা কোটি টাকার ঘোষনা দিয়ে নামে মাঠে আর দেশীয় টাকা খাওয়া গোলামের পুত ইসলাম বিদ্বেশীরা তো আছেই, ওদিকে সৌদি রাজ হারাম পুতেরা অন্দরমহলের হুরাইন নিয়া পুচোপুছি খেলাতে Busy (দুইএকবার মাথা তুলিয়া এদিক ওদিক দাঙ্গা লাগাইয়া আবার পুচোপুচি খেলায় মাতে) আর এদিকে একটা মুসলিম নামের কলংকধারী কেও একজন আকাম করলে দোষ যাইয়া পরে হগগল মুসলিমের উপরে ("আব্দুল্লাহ" মানুষ খুন করলে মিডিয়াতে হয় "মুসলিম করিয়াছে খুন ", আর "ক্রিস্টোফার করিলে খুন" হয় "অজ্ঞাত অমুক নামধারী করিয়াছে খুন") ... হোয় হোয় !!! আজ এই দুনিয়া হোয় অসুস্থ , না হয় আমি !! অক্ষরে অক্ষরে মিলিয়াছে ওহে রাসুল তোমার ভাবি কথা , তুমি সত্যের উপরে প্রতিষ্ঠিত সত্যের দূত, দিনের আলোর মত সবকিছু পরিষ্কার কেনে হয় রে কাহু ?? আজ এই ধরায় "সংখ্যা নয়, দরকার গুনে গুনান্নিত " মুসলিম ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.