আমাদের কথা খুঁজে নিন

   

//===সংসার সুখের হয় স্বামীরও গুনে===//

আমরা এতদিন ধরে শুনে আসছিলাম যে সংসার সুখের হয় রমণীর গুণে। আসলে কথাটি ১০০ ভাগ সঠিক নয়। স্বামীরও কিছু কিছু গুন আছে। যে গুনের কারনে সংসার সুখের হয়। এবার আসুন একজন স্বামী কি কি কাজ করলে সংসার সুখের হবে জেনে নিই।



১. প্রতিদিন সকালে স্ত্রী আপনার জন্য চা বানিয়ে থাকেন। মাঝে মধ্যে আপনিও স্ত্রীকে চা বানিয়ে একত্রে বসে খেতে পারেন। আপনার এই কর্মটি দেখে স্ত্রীর মুখে হাসি ফুটবে। এই হাসিমাখা মুখটি দেখে আপনার বেসম্ভব ভাল লাগবে।

২. বাইরে থেকে বাসায় এসে স্ত্রীকে সাংসারিক কাজে একটু হেলফ করতে পারেন।

এতে আপনার স্ত্রী খুশী হয়ে কাজগুলো আরো সুন্দর করে শেষ করবে।

৩. ফ্রি সময়ে স্ত্রীকে নিয়ে বাইরে বেড়িয়ে আসতে পারেন। দুজন একসঙ্গে কিছু সময় কাটাতে পারেন।

৪. বাসার বাইরে গেলে স্ত্রীকে মাঝে মাঝে মোবাইলে মাসেজ দিন। এতে তার মুড ভাল থাকবে।

আপনার জন্য দুশ্চিন্তা করবে না।

৫. গিফট পেলে স্ত্রীরা খুব খুশী হয়। আপনার কাছ থেকে একটি গিফট পেলে সেই খবরটি দ্রুত সবাইকে শেয়ার করে দিবে। তাই আর দেরি নয়...আজই আপনার স্ত্রীকে গিফট দিন।

৬. স্ত্রীর সাথে উত্তম ব্যবহার করতে হবে।

স্ত্রীর কোন ভুল-ক্রটির জন্য বকা না দিয়ে সুন্দর ব্যবহারের মাধ্যমে সেই ভুলগুলো সংশোধনের জন্য পরামর্শ দিতে পারেন।

আর নয়...আপনারাও কিছু শেয়ার করতে পারেন----

"সংসার সুখের হয় রমণীর গুনে, গুনবান পতি যদি থাকে তার সনে "।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।