আমাদের কথা খুঁজে নিন

   

একজন করিম সাবের দিনলিপি...

প্রকৃত আলোয় আলোকিত হউক সবার হৃদয়।
করিম সাবকে চিনতে হলে ক্লিক করুন.. Click this link... ভোর সাড়ে তিনটা.. এলার্ম এর শব্দে ঘুম ভাংগা.. ধড়মড় করে উঠে বসা.. দ্রুত বাথরুমে ছোটা, দেরি হলে খালি পাওয়া যাবে না.. গরমের দিনে অতি উষ্ণ আর শীতে অতি ঠান্ডা পানিতে গোসল, অজু, প্রাত্যহিক কাজকর্ম সারা.. স্বপাক আহার হলে রান্না ঘরে ছোটা.. অথবা কোম্পানী কেন্টিন থেকে কাড়াকাড়ি করে সকালের নাস্তা ও দুপুরের খাবার তুলে নেয়া.. দ্রুত বর্দি/ডাংরি (ছবিতে প্রদর্শিত ইউনিফর্ম) পরে নিয়ে বাসের জন্য লাইনে দাঁড়ানো... সেখানেও যে প্রচন্ড প্রতিযোগিতা... বাসে একটু ঝিমিয়ে নেয়া.. কখনো আল্লাহ আল্লাহ জিকির... ফজরের নামায সাইটেই (কর্মস্থল) বালির উপর গামছা বিছিয়ে আদায় করা... শুরু হয় হাড়ভাঙা খাটুনি... বাড়তে থাকে সূয্যিমামার উত্তাপ... ঝরতে থাকে ঘাম... একটু অবসরে পুটলি বের করে খেয়ে নেয়া শুকনা রুটি, ডাল বা সব্জি যা থাকে সাথে.. আবার কাজ.. ফোরম্যানের হম্বি-তম্বি... ইয়াল্লা ছুর্রা ছুর্রা.. হোমার.. হায়ওয়ান... হারামী.... দুপুর বার.. তাপমাত্রা ৪০/৪২ ডিগ্রি সে. সাথে থাকা পানীয় জল চা বানানোর উপযুক্ত... দয়ালু সরকারের দয়ার নিদর্শন দীর্ঘ মধ্যাহ্ন বিরতি.... বিশ্রামাগার নামক কারাগারে প্রবেশ... বরাদ্ধকৃত এসিগুলো আগেই পরিবর্তিত হয়েছে ইঞ্জিনিয়রদের বাতিলগুলো দ্বারা... ঘামে ভেজা বুটজুতার নাড়ি ওল্টানো দুর্ঘন্ধ... তবুও ঘুমানোর চেষ্টা... একটু তন্দ্রা.... মোবাইলে মিসড কল.. তন্দ্রাভঙ্গ.... মাসিক বাকিতে কার্ড অথবা লোড নেয়া... কল ব্যাক... মেয়ের আদুরে গলা... বাবা আমার রুমের ফ্যানটা নষ্ট হয়ে গেছে। আগামী মাসে কিছু টাকা বেশি দিও... বৌয়ের অনুযোগ... ছেলের ভিসার আবেদন.... ফোরম্যানের ডাক.... আবার কাজ, কাজ, কাজ..... কাজ শেষ.... বাস নেই.... নষ্ট হয়ে গেছে.... অথবা... পাঠান ড্রাইভার ঘুরতে গেছে কোথাও... কিছু লোক ওভার টাইম করছে, তাদের জন্য অপেক্ষা করতে হবে... মাঝে মাঝে ক্ষুব্ধ হয়ে ওঠা... ফোরম্যানের আশ্বাস.... ওভারটাইম জিয়াদা করেগা... অবশেষে মাগরিবের নামাযও বালির উপর পড়ে নেয়া.... বাস আসে... এশার আযানের সুরও আসে কানে ভেসে... আবার হুড়ো হুড়ি.... সবাই অধৈর্য.. ঘামে ভেজা, দুর্ঘন্ধে ভরা দেহগুলো গাদাগাদি বসে পড়ে... কেউ ঝিমোয়... কেউবা উচ্চ ভলিউমে গান শোনে স্বস্তা চাইনিজ সেটে.. বাংলা, হিন্দি, পাঞ্জাবী, পশতু বা ঊর্দূ... কেউ আবার দেশে প্রিয়জনের সাথে উচ্চস্বরে কথা চালায়... ক্যাম্প আসার আগেই সবাই প্রস্তুত... টানটান উত্তেজনা... কার আগে কে নামবে.... কখনো বা মারামারি... বাঙ্গালী..পাকিস্তানি পাকিস্তানি...ইন্ডিয়ান পাঠান...পাঞ্জাবী দৌড়ে ছোটা বাথরুম পানে... ঘাম, নুন, বালিতে ভরা নোংরা শরীরটা তপ্ত জলে ধুতে যে হবেই... আবার খাবার নিয়ে কাড়াকাড়ি... সবাই পেতে চায় আগে..... কেন্টিনওয়ালাকে গালি.... কী খাওয়ায় এসব... খেয়ে নিয়ে একটু ফুসরত... ফের মিসড কল... ফের কল ব্যাক... কখনো দু:সংবাদ... প্রিয়জনের মৃত্যু.... বেশিরভাগই অভাব.... অনুযোগ..... আব্দার....... ভিসার আবেদন....... মায়ের বিরুদ্ধে বউয়ের বা বউয়ের বিরুদ্ধে মায়ের অভিযোগ.... কখনো বা স্ত্রীর বিরুদ্ধে সত্য/মিথ্যা পরকীয়ার অভিযোগ.... কেউ বলে না... অনেকতো হলো... এবার চলে আসুন.... তারপর ঘুম.... মাঝে মাঝে তাও আসে না... এভাবেই দিন.... হপ্তা...... মাস...... বছর..... যুগ...... একজন করিম সাব শেষ হয়ে যান, ফুরিয়ে যান। ফুরোয়না অভাব... Click this link...
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.