আমাদের কথা খুঁজে নিন

   

নানান ভাবে কম্পিউটার রিস্টার্ট করা যায়।

নামায-আল্লাহ তা’য়ালার একটি বড় নিয়ামত ও রহমত। কাজেই যে কোন বিপদাপদ বালা মুসিবতের সময় নামাযের প্রতি মনোযোগী হওয়া প্রকৃতপক্ষে আল্লাহর রহমতের উপর ভরসা করা ব্যতীত অন্য কিছু নয়। আর অসহায় বান্দা যখন সাহায্যের জন্যে মহান শক্তিমান পরম দয়ালু আল্লাহর দরবারে উপস্থিত
আমরা সচরাচর কম্পিউটার মাউসের মাধ্যমে পুনরায় চালু বা রিস্টার্ট করে থাকি। তবে আরও কিছু নিয়মে কম্পিউটার রিস্টার্ট করা যায়। মাউসর মাধ্যমে Start থেকে Turn off\Restart-এ ক্লিক করে। আবার Start থেকে Shut down\Restart-এ ক্লিক করেও কম্পিউটার রিস্টার্ট করা যায়। কি-বোর্ডের মাধ্যমে Windows বোতাম চেপে ট চাপুন। তারপর R চাপতে হবে (windows key +U+R)| নির্দেশ বা কমান্ডের মাধ্যমে Start থেকে Run\Shut down –r –t 2 লিখে এন্টার করতে হবে। অর্থাত্ Run-এ গিয়ে Shut down লিখে –r –t এরপর আপনার পছন্দমতো সময় দিয়ে এন্টার করুন।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.