Dream Today,Create Tomorrow........
জীবন যেখানে যেমন...................
জীবনের সাথে সাথে নাকি মানুষ সব কিছু মানিয়ে নেয়। অনেকে হয়তো পারে আবার অনেকে পারে না। এই পারা না পারার মাঝামাঝিতেই নাকি সুখের বসবাস।
মানিয়ে নিতে পারলেই সুখী নয়তো অতৃপ্ত অত্নার মতো ঘোরাঘুরি। কত নানান ধরনের জীবনের বসবাস আমাদের চারিপাশে।
হিমশীতল অট্টালিকা তে আয়েসী জীবন আবার তার পাশে-ই রাস্তার ধারে নুন-পান্তার জীবন। আফসোসের জীবন আবার অল্পতেই সন্তুষ্টির জীবন।
প্রবাস জীবন আবার দেশে থেকেও বিশাল এক দূরত্বের মাঝে বসবাস।
স্বাধীন জীবন কিংবা দেয়ালের মাঝে বদ্ধ জীবন। আবার অনচ্ছি সত্বেও মুক্তির প্রহর গোনায় জীবন..............
এতো বিচিত্র জীবন আমাদের চারিপাশে, যার বর্ণনা আমার এই ক্ষুদ্র মাথা দ্বার ব্যাখা করা সম্ভব না।
সামনে ঈদ আসছে। পবিত্র রমযান মাস দেখতে দেখতে প্রায় শেষ হয়ে গেল। কি করলাম নিজের জন্য এই পবিত্র মাসে বুঝতেই পারলাম না...!!! তবুও খুশীর, উৎসবের দিনটির জন্য অপেক্ষায় আছি। যেমনি আমার মতো অপেক্ষায় আছে নানান জীবনের মাঝে বসবাসরত নানান মানুষ। কেউ বিশ হাজার টাকায় দিয়ে পোশাক কিনেও অফসোসে মরে আর কেউ দুই হাজার টাকার কেনাকাটাতেই তৃপ্তির হাসিতে হাসে।
খুব কষ্ট লাগে এই সমাজের অর্থবিত্তদের আচার-আচরণ আর কর্মকান্ড দেখলে....... হয়তো সবাই এক না আর এই জন্যই হয়তো আমরা বেঁচি আছি কিংবা বাঁচতে চাই।
শত দুঃখ কষ্টের মাঝেও একটু সুখের আশায়, প্রিয় মানুষগুলোর সাথে আর একটি আনন্দময় মুহুর্ত কাটানোর প্রত্যাশা করছি সবাই। তাই তো এতো কষ্ট করে দূর দূরান্তে ছুটে যাই নাড়ীর টানে......
হয়তো এই ঈদ-ই আমাদের কারও কারও জন্য জীবনের শেষ ঈদ। সবার জীবনে এই খুশীর দিন আসুক আরও রঙ্গীন হয়ে.............
সেই প্রত্যাশায় সবাই কে ঈদ মোবারক
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।