আমাদের কথা খুঁজে নিন

   

নচিকেতার গানঃ পেসমেকার

অকাট মূর্খ যাকে বলে আমি তাই। সুতরাং জ্ঞানীরা বেশি জ্ঞান দিলে আমি চাইয়া চাইয়া দেখা ছাড়া কিচ্ছু করতে পারিনা। পোড়া কপাল!!
সে ছিল তখন উনিশ আমি তখন ছত্রিশ, প্রেমে পড়তে লাগেনা বয়স মনে থাকেনা উনিশ-বিশ । মন মন মনতো চাইলো বিবাহিত আমি তাতে কি হলো, অনুভূতিরা কি বাধ্যতামূলক একি থাকে অহর্নিশ । সে ছিল তখন ফাস্ট-ইয়ার আমি এক ছেলের বাবা, ভালোবাসার দেবতা তখন বসিয়েছিল থাবা ।

স্ত্রী আমার ছিল অনুপমা কখনো কখনো মা, মন আমার ছিল অনুগত কখনো ছাড়াতে চায় সীমা । টিভি দেখতে লাগতো ভালো মাধুরীকেও লাগতো বেশ । স্বপ্নে বৌ মাধুরী মিলেমিশে হয়ে যেত একশেষ । সব পুরুষই যেমন হয় আমিও আলাদা নয় এডভেঞ্চারিস্ট !!!!!!!!! সে আমার বুকে রাখতো মাথা হয়তো খুঁজতো আশ্রয় এই যুগের সব মেয়েরাই ভোগে আশ্রয়হীনতায়, আমি তার প্রেমিক না বাবা না কাকা না অন্যকিছু, বুঝতে না বুঝতেই কখন সময় ছাড়াতো পিছু। বাড়ি ফিরে একগাদা অপরাধের বোঝা নিয়ে নিজেকে ঢেকে রাখতাম সবার দু'চোখ এড়িয়ে ।

ছেলে যখন ডাকতো বাবা চোখে এসে যেত জল, আমি তখন অদ্ভুত বিভাজনের কেন্দ্রস্থল । শালা স্যাডিস্ট.........!! ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সে ছিল একটু পাগল বোধহয়, অদ্ভুত অদ্ভুত আবদার আমার লাগতো যে ভয় । আমার একঘেয়ে কেরানী-জীবন হয়ে উঠেছিল রঙ্গীন, এত দায়ভার সত্ত্বেও ক্লান্ত হইনিতো কোনদিন । সবকিছুই শেষ হয় যেমন এটাও শেষ হল অপরাধের বোঝা নিয়ে সংসার বেছে নিতে হল । হ্যা রিয়েলিস্ট................ তখন আমার অনেক বয়স হাসপাতালে বাই-পাস অপারেশন গেছে হয়ে এখন শুধু দীর্ঘশ্বাস ।

ডাক্তার এসে দাঁড়ালো চিনলাম তার হাসি দেখে লজ্জায় মুখ সরালাম তাই বলল সে আমায় ডেকে, পেসমেকার ভেবনা যেটা রেখেছি তোমার বুকে ভেবো আমার মাথা যেন আজো আছি মাথা রেখে । ধীরে ধীরে পথ চলি আজ ছেলের হাত ধরে বুকে ক্ষত স্মৃতি হয়ে বাজে টিক টিক করে ।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.