আমাদের কথা খুঁজে নিন

   

নচিকেতার গানঃ ইটস এ গেম।

অকাট মূর্খ যাকে বলে আমি তাই। সুতরাং জ্ঞানীরা বেশি জ্ঞান দিলে আমি চাইয়া চাইয়া দেখা ছাড়া কিচ্ছু করতে পারিনা। পোড়া কপাল!!
বন বন পৃথিবীটা ঘুরছে ঘুরছে শুধু, চলছে নানান রঙের খেলা ট্র্যাপিজের সরু তারে হয়তো দুলছে কেউ রাজনীতি, পাশা কারো জনসমুদ্রে ঢেউ লক্ষ্য তো একটাই, ভাগ্য মুঠোতে চাই ছুটছে সবাই সারা বেলা। জিতে গেলে হিপ হিপ হুররে শুনবে তুমি হেরে গেলেই শেম শেম ইটস এ গেম, ইটস এ গেম। ।

বিজয়ীরা বরাবর ভগবান এখানেতে, পরাজিতরাই পাপী এখানে রাম যদি হেরে যেত, রামায়ন লেখা হত রাবন দেবতা হত সেখানে কেন পথ নিয়ে মাথাব্যাথা? কেন পথ নিয়ে মাথা ব্যাথা, জেতাটাই বড় কথা হেরে গেলেই শেম শেম ইটস এ গেম, ইটস এ গেম। । ভালোবাসা আসলেতে একটা চুক্তি জেনো, অণুভূতি টনুভূতি মিথ্যে কেউ দেবে নিরাপত্তা, কেউ বিশ্বাস আসলে সবাই চায় জিততে ভালোবাসা! ভালবাসা আসলেতে পিটুইটারীর খেলা আমরা বোকারা বলি প্রেম। ইটস এ গেম, ইটস এ গেম। ।

গানটি কেউ না শুনলে থাকলে এখানে গুতো মারেন, গানটা এখানেই পাওয়ার কথা।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.