আমাদের কথা খুঁজে নিন

   

নচিকেতার গানঃ ও ডাক্তার।

অকাট মূর্খ যাকে বলে আমি তাই। সুতরাং জ্ঞানীরা বেশি জ্ঞান দিলে আমি চাইয়া চাইয়া দেখা ছাড়া কিচ্ছু করতে পারিনা। পোড়া কপাল!!
ও ডাক্তার, ও ডাক্তার... তুমি কতশত পাস করে এসেছ বিলেত ঘুরে মানুষের যন্ত্রণা ভোলাতে, ও ডাক্তার, ও ডাক্তার... তোমার এম.বি.বি.এস নানা এফ.আর.সি.এস বোধহয় এ টু জেড ডিগ্রী ঝোলাতে, ও ডাক্তার, ও ডাক্তার... ডাক্তার মানে সেতো মানুষ নয় আমাদের চোখে সেতো ভগবান কসাই আর ডাক্তার একইতো নয় কিন্তু দুটোই আজ প্রফেশান কসাই জবাই করে প্রকাশ্য দিবালোকে তোমার আছে ক্লিনিক আর চেম্বার ও ডাক্তার, ও ডাক্তার। । ডাক্তার চাইবেন রক্ত রিপোর্ট, ক্লিনিকের সন্ধানও তিনিই দেবেন একশত টাকা যদি ক্লিনিকের বিল অর্ধেক দালালী তিনিই নেবেন রোগীরা তো রোগী নয় খদ্দের এখন খদ্দের পাঠালেই কমিশান ক্লিনিক আর ডাক্তার কী টুপি পড়াচ্ছে বুঝছেনা গর্দভ জনগন কসাই জবাই করে প্রকাশ্য দিবালোকে ওদের আছে ক্লিনিক আর চেম্বার ও ডাক্তার, ও ডাক্তার।

। নিজেদের ডাক্তার বল কেন? তার চেয়ে বলনাকো ব্ল্যাকমেলার রোগীর আত্মীয়দের ঘটি বাটি চাটি করে করো সুযোগের সদ্ব্যবহার সরকারি হাসপাতালের পরিবেশ আসলেতো তোমরাই করছো শেষ হাসপাতাল না থাকলেই জনগন নার্সিং হোমে যাবে অবশেষ সেখানে জবাই হবে উপরি কামাই হবে মানুষের সেবার কী দরকার! ও ডাক্তার, ও ডাক্তার। । বাঁচানোর ক্ষমতাতো তোমারই হাতে তুমি যদি মারো তবে কোথা যাই অসহায় মানুষের তুমিইতো সবকিছু করজোড়ে নিবেদন করছি তাই তোমার গৃহিনী যে গয়না পড়েন দেখেছ কী তাতে কত রক্ত তোমার ছেলের চোখে দেখেছ কী কত ঘৃণা জমা অব্যক্ত তোমারও অসুখ হবে, তোমারই দেখানো পথে যদি তোমাকেই দ্যাখে কোন ডাক্তার ও ডাক্তার, ও ডাক্তার!! এলবামঃ এই আগুনে হাত রাখো। প্রকাশকালঃ ২০০৪ সাল।

লিঙ্কঃ ও ডাক্তার।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.