আমাদের কথা খুঁজে নিন

   

নচিকেতার গানঃ অ্যাম্বিশান।

অকাট মূর্খ যাকে বলে আমি তাই। সুতরাং জ্ঞানীরা বেশি জ্ঞান দিলে আমি চাইয়া চাইয়া দেখা ছাড়া কিচ্ছু করতে পারিনা। পোড়া কপাল!!
কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ হতে চায় ব্যবসায়ী কেউ বা ব্যারিস্টার, কেউ চায় বেচতে রূপোয় রূপের বাহার চুলের ফ্যাশান। আমি ভবঘুরেই হব, এটাই আমার অ্যাম্বিশন। ঠকানোই মূল মন্ত্র, আজকের সব পেশাতে, পিছপা নয় বিধাতাও, তেলেতে জল মেশাতে।

ডাক্তার ভুলছে শপথ, ঘুষ খায় ইঞ্জিনিয়ার, আইনের ব্যবচ্ছেদে, ডাক্তার সাজে মোক্তার। যদি চাও সফলতা, মেনে নাও এই সিস্টেম, ফেলে দাও শ্রোতের মুখে আদর্শ, বিবেক ও প্রেম। এ সমাজ মানবে তোমায়, গাইবে তোমারই জয়গান। আমি কোনে বাউল হব, এটাই আমার অ্যাম্বিশন। বড় যদি চাইবে হতে, সেখানেও লোক ঠকানো।

সৎভাবে বাঁচো বাঁচাও, একথা লোক ভোলানো। সৎভাবে যাবে বাঁচা, বড় হওয়া যাবে নাকো। শুধু কথা না শুনে, বড়দের দেখেই শেখ। এ সবই থাক তোমাদের, আমি বড় চাই না হতে, ধুলো মাখা পথই আমার, তুমি চোড়ো জয়োরথে। শত লাঞ্ছণা দিও, কোরো আমায় অসম্মান।

তবু আমি বোকাই হব, এটাই আমার অ্যাম্বিশন। আমি ভবঘুরেই হব, এটাই আমার অ্যাম্বিশন। আমি কোনে বাউল হব, এটাই আমার অ্যাম্বিশন। তবু আমি বোকাই হব, এটাই আমার অ্যাম্বিশন। গানটি কেউ না শুনে থাকলে এখানে গুতো মারেন, পেয়ে যাওয়ার কথা।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.