আমাদের কথা খুঁজে নিন

   

গানঃ চর্যা- ১২

অর্থ নয়, কীর্তি নয়...আরো এক বিপন্ন বিস্ময়/আমাদের অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে

আজ সকালে ব্লগার এম মশিউর এর চর্যাপদ- বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন শীর্ষক ব্লগ দেখে আমারও ইচ্ছে করল চর্যাপদ বিষয়ক আমার একটি ছোট্ট কাজ শেয়ার করতে। গান করতে ভাল লাগে। লেখা, সুর করা, গাওয়া সবই একটু একটু করতে ইচ্ছা করে। লিরিকগুলো ব্লগে শেয়ার করতাম। আমাদের হাসান মাহবুব ভাই কীভাবে যেন বুঝে ফেলেছিলেন যে এগুলো আসলে গান।

তিনি উৎসাহ দিলেন ব্লগে গানগুলো শেয়ার করতে। তাঁর উৎসাহে অনুপ্রাণিত হয়ে ব্লগে গান শেয়ার করা শুরু করি। ঘটনাচক্রে একবার আব্দুল হাই স্যারের সম্পাদিত চর্যাপদ পড়তে শুরু করি। পড়তে পড়তে এক সময় খেয়াল হল এই চর্যাগুলো গান আকারে কি পাওয়া যায় ? অডিও আকারে খুঁজলাম, অনেক। পেলাম না।

খুব দুঃখ লাগল। বাংলার আদি গান আমাদের কাছে শুধুই লিরিক ! তখন এক অসম্ভব চিন্তা মাথায় আসে। আমি নিজে কি চেষ্টা করতে পারি চর্যায় সুর করার ? খুঁজে দেখতে চেষ্টা করলাম এ ধরণের কাজ কেউ করেছেন কিনা। একটি মাত্র সুর পেয়েছিলাম স্বরলিপি আকারে। প্রথম চর্যার অংশবিশেষ।

চেষ্টা করতে লাগলাম চর্যাগুলোর সাঙ্গীতিক রূপের সাথে একাত্ম হওয়ার। এই চেষ্টার প্রথম আউটপুট হিসেবে ১২ নম্বর চর্যাখানিতে উল্লেখিত রাগ ভৈরবীতে সুর করার চেষ্টা করেছি। শেয়ার করতে ইচ্ছে করল। অডিও লিংকঃ https://soundcloud.com/aytnihca/hk3tcgqqky9x ॥১২॥ কৃষ্ণপাদানাম্ (কাহ্নপাদানাম্) রাগ-ভৈরবী করুণা পীঢ়িহি১ খেলহুঁ নঅবলা । সদ্‌গুরু বোহেঁ জিতেল ভববল ॥ধ্রু॥ ফীটিউ২ দুআ আদেসি রে৩ ঠাকুর ।

উআরি৪ উএসেঁ৫ কাহ্ণ৬ ণিঅড় জিনউর ॥ধ্রু॥ পহিলেঁ তোলিআ৭ বড়িআ ৮ । গঅবরেঁ তোলিআ পাঞ্চজনা ঘোলিউ৯ ॥ধ্রু॥ মতিএঁ১০ ঠাকুরক পরিনিবিত্তা । অবস১১ করিআ ভববল জিত্তা১২ ॥ধ্রু॥ ভণই কাহ্ণ৬ আম্‌হে১৩ ভলি দাহ১৪ দেহুঁ । চউসট্‌ঠী১৫ কোঠা গুণিআ লেহুঁ ॥ধ্রু॥ ১. পিহাড়ি। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী পিড়ি।

চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন ২. ফিঁটউ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন ৩. মদেসিরে। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন ৪. তআরি। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী ৫. উএস। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন ৬. কাহ্নু।

বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন ৭. তোড়িআ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন ৮. মরাড়িইউ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন মারিউ। Materlals for a Critical Edition of the Old Bengali Caryapadas- প্রবোধ চন্দ্র বাগচী ৯. ঘালিউ। চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন ১০. মান্তিএ।

মূল গ্রন্থ ১১. অবশ। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন ১২. জিতা। চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন ১৩. আহ্মে। বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন ১৪. দায়। চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন ১৫. চৌবঠ্ঠি।

বৌদ্ধগান ও দোহা (চর্য্যাচর্য্যবিনিশ্চয়)-হরপ্রসাদ শাস্ত্রী চর্যাগীতি-পদাবলী-সুকুমার সেন কৃতজ্ঞতাঃ ব্লগার এম মশিউর তার দেওয়া লিংক থেকেই চর্যাখানি এবং তার পাদটীকা কপি করে দিলাম।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।