আমাদের কথা খুঁজে নিন

   

নাটোরে পোলিও টিকা দেয়ার পর শিশুর মৃত্যু

সোনাপুর গ্রামে রোববার ভোরে মৃত জিম খাতুন (৬ মাস) ওই গ্রামের মিজানুর রহমানের মেয়ে।  
পরিবারের সদস্যদের ধারণা, টিকা নেয়ার কারণে শিশুটির মৃত্যু হয়েছে। তবে তদন্ত ছাড়া কিছু বলতে অস্বীকৃতি জানান চিকিৎসকরা।
পরিবারের সদস্যরা জানান, শনিবার সকাল ১১টায় স্থানীয় কমিউনিটি ক্লিনিকে পোলিওর টিকা দেয়া হয় শিশুটিকে। রোববার ভোর ৩টার দিকে হটাৎ শিশুটির শরীর কালো হয়ে যায় ও শ্বাসকষ্ট দেখা দেয়।

এর কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।
সকালে ঘটনাটি সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়। তিনি বিষয়টি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে (ইউএইচও) অবহিত করেন।
খবর পেয়ে ইউএইচও একজন স্বাস্থ্য পরিদর্শককে ঘটনাস্থলে পাঠান। শিশুটির বাবা-মাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন।

এরপর তার কথামতো শিশুটিকে দাফন করা হয়।
শিশুটির চাচা স্থানীয় শিক্ষক আব্দুল আজিজ বলেন, “জিম খাতুন সম্পূর্ণ সুস্থ ছিল। আমাদের পরিবারের সবার ধারণা, টিকার প্রভাবেই জিম মারা গেছে। ”
তাকে অন্য কোনো ওষুধ খাওয়ানো হয়নি বলেও তিনি জানান।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আঞ্জুমান আরা টিকা দেওয়ার ১৬ ঘন্টার মধ্যে শিশুটির মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেন, পরীক্ষা-নিরীক্ষা না করে নিশ্চিত করে বলা যাচ্ছে না কেন শিশুটি মারা গেছে।


সিভিল সার্জন মো. রকিবুল ইসলাম বলেন, “আমি নিজে ঘটনাস্থলে গিয়ে শিশুটির বাবা-মার সঙ্গে কথা বলে খোঁজ নেব কী অবস্থায় শিশুটি মারা গেছে। ”

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.