ভিন্য চোখে অন্য আলো
ভালবেসে ছিলাম,
আকাশের মত।
ছিল ধ্যানে জ্ঞানে,
মেঘ এবং বৃষ্টির গানে,
আজ সে নেই।
হারিয়েছি অতি গোপনে।
আমাকে নির্বাসনে দাও।
একটা সমাজ পেয়েছিলাম।
জন্মের অধিকারে।
সমাজ আমায়,
মানুষ হতে শেখায় নি।
ঢেলে দিয়েছে অন্ধকারে।
রাজনীতি পেয়েছিলাম ,
সমাজ বদলাবে বলে।
রাজনীতি দিয়েছে ভয়ভীতি।
ডুবিয়েছে হতাশার নীলে।
আমায় নির্বাসনে নাও।
একটা দেশ পেয়েছিলাম,
স্বাধীনতার পরে।
স্বাধীনতা আজ ,
কুকরে মরে।
অমানুষের ঝড়ে।
আমাকে নির্বাসনে পাঠাও।
নির্বাসনে শুধু নির্বাসনে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।