আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাসনে

আতলান্তিকের এ পার হতে ও মন কাঁধে, যেখানে মন ভরে উঠে মাঠির সোঁদা গন্ধে -সে আমার জন্মভূমি বাংলাদেশ



আহত !

পরাজিত হায় !

পরাজিত এক কবি আজ আমি -

ফুলের কাছে

পাখীর কাছে

নদী ও নারীর কাছে

আর অভিমানী এক বোনের

পুস্প কাব্যের কাছে;


পরাজয়ের ও বুঝি বিজয় থাকে?


বিজয়ের আনন্দে তাই আজ হৃদয় নাচে,

শত কাব্য ফুল ঘুঙুর হয়ে তার সাথে

নেচে নেচে পায়ে মোর কাঁদে;

তুমিই শুধু চেয়ে চেয়ে থাকো

চেয়ে চেয়ে হাসো

হাসো, না কাঁদো?

হাসো

আমিই শুধু কাঁদবো একা

কাঁদবো আজ আপন মনে

আপন পথে ফিরে যেতে যেতে

বাংলার মাঠ-ঘাট জনপদ ছেড়ে

জলে-জোয়ারে ভেসে দূরের সাগরে

দূরের দ্বীপে নির্জনে নির্বাসনে….


তুমিই শুধু থাকো অভিমানী

অভিমানে গাল ফুলিয়ে

থাকো কাব্যের ফুল হয়ে

কাব্য আসরে মধ্যমনি হয়ে

বিজয়ের আনন্দে নাচো

নাচো অভিমানী নাচো

বিজয়ের আনন্দে

মনের আহ্লাদে নাচো ।


নাচো আহা নাচো -

আজ যে তোমার মহা বিজয়

বিজয়ের পুলকে নাচো

কাব্য সম্রাজ্যে আহ্লাদী সম্রাজ্ঞী হয়ে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।