আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাসনে

জন্ম থেকেই জ্বলছি আমার কথা রাখতে তুমি সুরঞ্জনা হয়েছিলে, মনে পড়ে? আজকে নাহয় ভুলেই গেছো আমায় তুমি বদলেছিলে, মনে পড়ে?? তোমার কথায় ছন্দঃবিহীন পাঁচটি আঙুল বাজতে শেখে, চোখের ভেতর গল্প ছিল জেনেছিলাম তোমার দেখে; মনে পড়ে? তুমি ছিলে ঘাসের মতো শীতের সকাল শিশির যেমন তেমনি তোমায় ভিজিয়েছি, সুরঞ্জনা নাম দিয়েছি কেমন করে ভুলতে পারো? মনে কি নেই একটা মানুষ দিনে দিনে কবি হয়ে তোমায় আমার সুরঞ্জনা সাজিয়েছি? আজকে শুধু আমিই আছি অনেক দূরে অনেক দূরে নষ্ট শসার খয়েরি ব্যাথার শব্দবিহীন নির্বাসনে ।।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।