নির্বাসনে সদ্য
গেছে
আমার কবিতা,
আমার পদ্য।
কেটে গেছে কত শীতরাত,
কত শিউলির ফুল ঝরে গেছে
মৃত মানূষের মত।
সেইসবদিন , সেইসব সময়,
কত মূহুর্ত কেটে গেছে শব্দহীন,
মূক, এক বোবাগাছ,
এক প্রাণহীন সোফার মতন।
প্রাণহীন ? নাকি
যাকে তুমি দিয়েছ এক মূক অনুভব
তোমার প্রাণের সন্চারে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।